মো: লুৎফর রহমান (খাজা শাহ্): ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেছেন হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে সার্বজনীনভাবে গ্রহনযোগ্য করে তুলতে হবে। বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে দেশ জাতি অনেক এগিয়ে গেলেও হোমিওপ্যাথিক চিকিৎসা ক্ষেত্রে সেই পরিমাণ অগ্রগতি হয়ে উঠেনি। এ ক্ষেত্রে দেশের
প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি হোমিওপ্যাথিক চিকিৎসার প্রসারের মাধ্যমে এন্টিবায়োস্টিকের কু-প্রভাব থেকে দেশ জাতি তথা মানুষকে রক্ষা করা সম্ভব হবে। গত ১৭ জুন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হোমিওপ্যাথিক প্রশিক্ষণ
শীর্ষক সম্মেলন সেমিনারে প্রধান অথিতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ বি-বাড়িয়া জেলা শাখার আয়োজনে বহুল প্রসংশিত ডা: মো: আব্দুল কাদীরের সভাপতিত্বে এবং ডা: মো: ফারুক এর সঞ্চালনায় ডা: শেখ ফারুক এলাহী প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা সহ স্থানীয় দেড় শতাধিক হোমিও চিকিৎসক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।