মোঃ নজরুল ইসলাম,মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা মুরাদনগরে ধামঘর ইউনিয়নের নহল যুব সমাজ কর্তৃক গ্রাম উন্নয়নে, মাদকের বিরুদ্ধে ও শিক্ষার আলো ছড়াতে সমাজকে সংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে৷ শুক্রবার বিকালে নহল কেন্দ্রীয় জামে মসজিদের দোতলায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো.নজরুল ইসলামের সভাপতিত্বে মো.ইমরান ও আরিফের সঞ্চালনা ও সার্বিক সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মো: নাজমুল হক, কেএম এনামুল হক, মো: কামরুল ইসলাম৷ আলোচনা সভায় বক্তারা নহল গ্রামের সার্বিক উন্নয়নের জন্য শিক্ষিত যুব সমাজের শক্তিকে সংগঠিত করে গ্রামের নানা সমস্যাসমূহ দূরীকরণে ও গ্রাম উন্নয়নে নহল গ্রামের যুব সমাজকে এগিয়ে অাসার মাধ্যমে বেকারত্ব দূর করতে হবে।
এ সময় সংগঠনের বিভিন্ন সদস্যসহ গ্রামের শিক্ষিত সমাজ উপস্থিত ছিল।