সমাধান টিভি: ক্রীড়া ডেস্ক: আজ রবিবার ২২ জুলাই ২০১৮ খ্রি. বিকাল ৪ ঘটিকায় ভৈরবের পঞ্চবটি বালুর মাঠে মাদক কে না বলুন শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হল ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মাঝে ফুটবল প্রীতি ম্যাচ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা আ: সাত্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: আক্তারুজ্জামান, সাবেক কাউন্সিলর ৩নং ওয়ার্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল লতিফ, চেয়ারম্যান সামাধান টিভি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর জোনাল কমিটির সভাপতি, আদিদুজ্জামান দুলাল-সিনিয়র সহ সভাপতি জেলা শ্রমীক দল। এতে এলাকার আরো গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত ম্যাচের উদ্দ্যোক্তা ছিলেন মোঃ মোস্তফা সিকদার-সহ সা:সস্পাদক আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন এর জোনাল কমিটি এবং মোঃ জনি আহমেদ, ইফতি আহমেদ, মঈন আহমেদ। আয়োজিত ম্যাচে আর্জেন্টিনার সমর্থকরা ২-১ গোলে জয়ী হয়। ম্যাচ শেষে সভাপতি সাহেব ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হতে পুরষ্কার স্বরুপ একটি খাসি তোলে দেন।
Related Articles
আত্মবিশ্বাস নিয়েই দেরাদুনে মাহমুদউল্লাহরা: ব্যাটিং অভিজ্ঞতায় এগিয়ে বাংলাদেশ
গতকাল মিরপুরে যখন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হচ্ছে বাংলাদেশ দলের, টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান ব্যাস্ত আইপিএলের ফাইনালের রণকৌশল নিয়ে। তবে না থেকেও ছিলেন তিনি এবং তার দল সানরাইজার্স হায়দরাবাদের আকে সতীর্থ যার ঘূর্ণিপাকে দিশেহারা হালের বাঘা বাঘা ব্যাটসম্যানরা, রশিদ খান। স্বভাবতই সাংবাদিকদের কৌতুহল মেটানোর জন্য সাকিবের কাছে করা প্রশ্নগুলোই উড়ে এলো সহ-অধিনাকয় মাহমদুউল্লাহ রিয়াদের দিকে। […]
কাতার বিশ্বকাপের তারিখ চূড়ান্ত করলো ফিফা
ক্রীড়া ডেস্ক: ২০২২ সালের কাতার বিশ্বকাপের তারিখ চূড়ান্ত করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যার মাধ্যমে ভাঙতে যাচ্ছে বিশ্বকাপের জন্য ঐতিহ্যগতভাবে নির্ধারিত জুন-জুলাই সময় অর্থাৎ গ্রীষ্ম মৌসুম। ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ২০২২ সংস্করণ মাঠে গড়াবে নভেম্বরের ২১ তারিখ, যা এক মাসের কম সময়ের ব্যবধানে ডিসেম্বরের ১৮ তারিখে কোনো দলের ‘বিশ্বচ্যাম্পিয়নের তকমায়’ পর্দা নামবে। একইদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর দেশটির […]
ভৈরবে থানা পুলিশের সাথে উপজেলা ছাত্রলীগের প্রীতি ক্রিকেট ম্যাচ
জয়নাল আবেদীন রিটন ,ভৈরব প্রতিনিধি: ‘মাদককে না বলুন, খেলা ধূলাকে হ্যা বলুন’ এই শ্লোগানকে সামনে রেখে ভৈরবে থানা পুলিশের সাথে উপজেলা ছাত্রলীগের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্টিত হয়েছে। আজ শনিবার সকালে হাজী আসমত কলেজ মাঠে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজওয়ান আহমেদ দীপু। এছাড়াও দু’টি ক্রিকেট টিমের […]