জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে ৬১টি ওয়াকিটকি সেট’সহ মোঃ আবুল হোসেন (৩১) নামে এক অসাধু ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যগণ। আটককৃত আবুল হোসেন চট্টগ্রামের পাচঁলাইশ থানাধিন হামজারবাগ কলোনীর মোঃ শহিদুল্লাহ মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ আজ সকাল দশ ঘটিকার সময় ভৈরব দুর্জয় মোড় এলাকায় এস.এ পরিবহন অফিসে অবস্থান করতে থাকেন। অবৈধ ওয়াকিটকি সেট সরবরাহ কালে অসাধু ব্যবসায়ী মোঃ আবুল হোসেনকে আটক করে এবং উল্লেখিত ওয়াকিটকি সেট ও ওয়াকিটরি সরঞ।জামাদি জব্দ করে। আবুল হোসেন দীর্ঘদিন যাবত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব ওয়াকিটকি সেট সরবরাহ করে আসছিল। মুলত এসব অবৈধ ওযাকিটকি সেটগুলো ভুয়া র্যাব, পুলিশ, ডিবি পরিচয়ে অপরাধ মূলক কর্মকান্ডে জড়িতরাই ব্যবহার করে সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধন করে থাকে। এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।