মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে অবৈধ রিং জাল ও কারেন্ট জাল বিক্রয় ও মজুদ রাখায় ভ্র্যাম্যমান আদালতের অভিযানে ৩ প্রতিষ্ঠান কে সিলগালা ও ৩ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভৈরব বাজারের চকবাজার ও দুধ বাজারের অবৈধ জাল ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে ভ্র্যাম্যমান আদালতের অভিযান চালানো হয়। ভ্র্যাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জুলহাস হোসেন সৌরভ। অভিযানে অবৈধ জাল বিক্রয় করার অপরাধে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান কে মোট ৯০ হাজার টাকা জরিমানা এবং আরো ৩ প্রতিষ্ঠানের মালিককে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠান গুলো হল দুধ বাজারের রানা ষ্টোরকে ১০ হাজার টাকা, জুয়েল ষ্টোরকে ৩০ হাজার টাকা ও চক বাজারের রিয়াদ ষ্টোরকে ৫০ হাজার টাকা। অভিযানের টের পেয়ে আরো ৩টি প্রতিষ্ঠানের লোকজন পালিয়ে গেলে ওই ৩টি প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয়া হয়। অভিযানে ৫ শ পিস রিং জাল ও ৪ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে ভ্র্যাম্যমান আদালত। পরে জব্দকৃত জালগুলো আগুনে পড়িয়ে ধ্বসং করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জুলহাস হোনেসন সৌরভ বলেন, অবৈধ রিং জাল ও কারেন্ট জাল ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্র্যাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার লতিফুর রহমান সহ ভৈরব থানা পুলিশ ও আনসার বাহিনীর একটি টিম আমাদের সাথে ছিল। অভিযানের টের পেয়ে অবৈধ জাল বিক্রেতারা পালিয়ে গেলে ৩ প্রতিষ্ঠানকে সিলগালা করি। এ ছাড়াও কারেন্ট জাল ও রিং জাল রাখার অপরাধে ৩ ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ৫ শ পিস রিং জাল ও ৪ লক্ষ মিটার কারেন জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা সিনিয়র মৎস অফিসার লতিফুর রহমান বলেন, এ সময়টাতে ২২ দিনের জন্য মা ইলিশ আহরনে নিষেধাজ্ঞা রয়েছে। সে কার্যক্রমের অংশ হিসেবে আমরা আজ অবৈধ রিং জাল ও কারেন জাল বিক্রেতারে বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযানে ২০ লক্ষ টাকা মুল্যের রিং জাল এবং ৪০ লক্ষ টাকা মুল্যের কারেন্ট জাল জব্দ করি। অবৈধ জাল বিক্রেতাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে ।
Lung high blood pressure often needs drug and also diaform plus recenze specialized like take care of and regulate the condition.