মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান প্রতিনিধি:
কিশোগঞ্জ জেলার ভৈরব থানাধীন থেকে ০২ জন ছিনতাইকারী এবং ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধীন থেকে ৩২ বোতল স্কাফ‘সহ
০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। ২৪ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক ১৯.২০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে ঢাকা সিলেট মহাসড়কের সিলেগামী লেনের উপর অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ১। মোঃ মোহন মিয়া(২০) ২। মোঃ হাসান (১৯)। এসময় ধৃত আসামীদের নিকট হতে (ক) ০১টি সুইচ গিয়ার চাকু, (খ) ০১টি স্টীল ও প্লাস্টিকের তৈরি চাকু উদ্ধার করে জব্দ করা হয়। অদ্য ২৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ আনুমানিক ১৪.২০ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন চিনাইর ট্রেনিং সেন্টার সাকিনস্থ সর্দার হোটেল এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ মনির মিয়া (২৮), পিতা- ফুল মিয়া। এসময় ধৃত আসামীর নিকট হতে ৩২ (বত্রিশ) বোতল স্কাফ উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াদিন।