সোহেলুর রহমান, নিজস্ব প্রতিনিধি:
হজ্ব নিয়ে কুটক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে এবং নিজ দরবার শরীফকে হেরাম শরীফ ঘোষনার প্রতিবাদে ভৈরবের গুল মদিনা দরবারের পীর আবুল বাশারের (৬০)কে গ্রেফতার করে দ্রæত সময়ের মধ্যে তার ফাসি কাযকর করতে সর্বস্তরের লাখো মুসুল্লি বিক্ষোভ সমাবেশ করেছে। আজ সকাল এগারটার সময় ঢাকা-সিলেট মহাসড়কের শহরের নিউটাউন মোড়ে এ বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ অনুষ্টিত হয়। ফাসি ফাসি ফাসি চাই, ভন্ড পীরের ফাসি চাই , এ শ্লোগানে লাখো মুসুল্লি উত্তাল হয়ে উঠে সমাবেশ । সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারক লিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জের একটি ওয়াজ মাহফিলে পবিত্র হজ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত আসে এমন একটি বক্তব্য দিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলে বিতর্কিত হন। পবিত্র হজসহ ইসলামী অনুশাসন নিয়ে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় বিষয়ে আক্রমণাত্মক, মিথ্যা, ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত। ধর্মীয় মূল্যবোধে আঘাত করে যা ওয়েবসাইটের ফেসবুক ও ইউটিউবে প্রচার হয়েছে। তার এই বক্তব্যে বিভিন্ন শ্রেণি বা স¤প্রদায়ের মধ্য শত্রæতা, ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট, অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির উপক্রম হয়েছে। এ ঘটনা গত বৃহস্পতিবার ( ২ জানুয়ারি) কিশোরগঞ্জ জজ কোর্টের এড. আমিনুল ইসলাম মামুন বাদী হয়ে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগটি দায়ের করেছেন ।