Featured রাজনীতি

ভৈরবে শ্রীনগর ইউনিয়ন জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধিঃ

ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়ন জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ৩য় বারের মতো শফিকুল ইসলাম শফিক সাধারণ সম্পাদক পদে তোফাজ্জল হক ও সাংগঠনিক সম্পাদক পদে হাজী মাসুম নির্বাচিত হয়েছেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আব্দুস সালাম মিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব হাজী মোঃ রিয়াজুল হক, যুগ্ম আহবায়ক আব্দুস সাদেক মিয়া,পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ বাবুল চৌধুরী, সদস্য সচিব নাজিম উদ্দীন, উপজেলা জাতীয় পার্টি নির্বাহী সদস্য মোঃ সিরাজুল ইসলাম,জাতীয় যুব সংহতি কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক মোঃ ছাবির উদ্দিন রাজু,পৌর জাতীয় পার্টির ১নং যুগ্ম আহবায়ক সাংবাদিক শামীম আহমেদ, যুগ্ম আহবায়ক মনির হোসেন,কালিকাপ্রসাদ ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মজলিশ খান কামাল,আগানগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ আঃ ছাত্তার, গজারিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমূখ।


বক্তারা বলেন, জাতীয় পার্টি বর্তমানে প্রধান বিরোধী দল, জাতীয় পার্টি ৯বছর ক্ষমতায় থেকে দেশের বৃহত্তর উন্নয়ন করে গেছেন। জাতীয় পার্টির কোনো নেতা কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। তাই জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে একক ভাবে ক্ষমতায় আসবে এবং সকলের সহযোগীতা প্রয়োজন। দেশের এই ক্লান্তিলগ্নে দেশের সাধারণ মানুষ এখন জি এম কাদের এর নেতৃত্বে জাতীয় পার্টির সরকার বড়ই প্রয়োজন তাই, সাংগঠনিক ভাবে পার্টিকে শক্তিশালী করতে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এর নির্দেশে সম্মেলনের মাধ্যমে দেশের সকল বিভাগ,জেলা,উপজেলা, পৌরসভায় জাতীয় পার্টি এবং এর সহযোগী সংগঠন জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি,জাতীয় মহিলা পার্টি, জাতীয় ছাত্রসমাজ, জাতীয় শ্রমিক পার্টি, জাতীয় কৃষক পার্টি, জাতীয় মুক্তিযোদ্ধা কল্যাণ পার্টি, জাতীয় সৈনিক পার্টি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *