জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: শিশুদের মেধা বিকাশের লক্ষে ভৈরবে প্রথম বারের মত ভৈরব শিশু আবৃত্তি উৎসব ২০১৯ অনুষ্টিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিশু শিক্ষার্থীদের নিয়ে আজ শনিবার সকাল দশটার সময় ভৈরব উদয়ন স্কুল প্রাঙ্গনে কবিতা আবৃত্তি অনুষ্টিত হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিশু শ্ক্ষিার্থীরাও এ অনুষ্টানে অংশ গ্রহন করে।
আবৃত্তি শিল্পী ও এন টিভির ষ্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান আমিনের সভাপতিত্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার জগলুল হায়দার । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ( ভুমি) মোঃ আনিসুজ্জামান, উপজেলার শিক্ষ অফিসার শামীম আহমেদ, সহকারি উপজেলা শিক্ষা অফিসার নাদিরা আক্তার, ভৈরব প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন কাজল, প্যানেল মেয়র ,কাউন্সিলর মোহাম্মদ আল আমিন , আবৃত্তি সংগঠক ভৈরব বই মেলা পরিষদ সভাপতি আতিক আহমেদ সৌরভ প্রমূখ। অনুষ্টানে অতিথিরা বলেন, শিশুদের মেধা বিকাশে অভিবাবকদেরও যথেষ্ট সচেতন থাকতে হবে । আজকের এ শিশুদের মধ্য থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের দেশরত্ন ।