জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি :
ভৈরব ময়মনসিংহ রেলপথে ভৈরবগামী লোকাল ট্রেন লাইচ্যুত হয়েছে। ট্রেনটি ভৈরব ষ্টেশনের হোম সিগন্যালের নিকট পৌছালে ইঞ্জিনের পেছনের বগীর এক ট্রলি ৪ চাকা লাইনজ্যুৎ হয়। আজ দুপুর দুইটার সময় এ ঘটনা ঘটে। এসময় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্ধুর ট্রেনটি কুলিয়ারচর ষ্টেশনে এবং কিশোরগঞ্জের উদ্যেশ্যে ছেড়ে যাবার মুহুর্তে ভৈরব ষ্টেশনে কিশোরগঞ্জএক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ট্রেন লাইনচ্যুত হওয়ায় ভৈরব-ময়মনসিয়হ রেলপথে চলাচলকারি হাজারো যাত্রী দুর্ভোগে পড়েন। ট্রেন লাইনচ্যুত হলে খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ, নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে যাত্রীদের নিরাপত্তা দিতে ঘটনাস্থলে অবস্থান করছেন।
ভৈরব রেলওয়ে ষ্টেশন মাষ্টারএ কে এম কামরুজ্জামান জানান,
ময়মনসিংহ থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি যথারিিত ভৈরবের উদ্যেশ্যে ছেড়ে আসে। কুলিয়ারচর ষ্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পর ভৈরব হোম সিগন্যালের নিকটে পৌছলে ট্রেনের সামনের বগীর ৪ টি চাকা লাইনচ্যুৎ। আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন পাঠানোর জন্য ম্যাসেজ পাঠানো হয়েছে। উদ্ধারকারি ট্রেন এসে লাইনচ্যুত হওয়া ট্রেনটিকে কয়েক ঘন্টার মধ্যে সচল করলে যথারিিত ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।