জয়নাল আবেদীন রিটন ,বিশেষ প্রতিনিধি
ভৈরবে ট্রেন থেকে ২৬ লাখ ৮ হাজার ৭শ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রাসহ রাসেল শেখ নামে এক পাচারকারীকে ( হুন্ডি ব্যবসায়ী) গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ । সে গোপাল গঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার পাকুরতিয়া গ্রামের দিদার শেখের পুত্র বলে জানা গেছে । এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে । সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী আন্তঃনগর ট্রেনটি আজ দুপুরে ভৈরব েেরলও য়ে ষ্টেশনে পৌছলে পুলিশ মাদক বিরাধী অভিযান পরিচালনা কালে তাকে আটক করে । পরে তার দেহ তল্লাশিকালে পায়ের মোজায় বেধে রাখা ইংল্যান্ডের পাউন্ড ও সৌদির রিয়াল উদ্ধার করা হয় । যা বাংলাদেশী টাকায় ২৬ লাখ ৮ হাজার ৭শ টাকার সমপরিমান । গ্রেফতারকৃত রাসেল জানায় সিলেটের ১টি বাসা থেকে ১ ব্যক্তি তাকে ওইসব মুদ্রা দিয়েছে । সে মুদ্রাগুলো ঢাকায় তার গ্রামের আমিনুল ইসলামের কাছে পৌছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল । আমিনুলই মুদ্রা আনার জন্য তাকে সিলেটে পাঠিয়েছিল ।এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস সত্যতা স্বীকার করে বলেন,আটককৃতের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।