জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে” বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ” করা হয়েছে। ১৬ ডিসেম্বর (সোমবার) মহান বিজয় দিবস উপলক্ষে ভৈরবের শিমূলকান্দি ইউনিয়নের চাঁনপুর বাজার সংলগ্ন মাঠে কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ূয়া ছাত্রদের নিয়ে গঠিত অরাজনৈতিক সংগঠন “জেনিথ ছাত্র সংগঠনের” আয়োজনে সাতজন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান ও চারশত অসহায় গরীব দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১জন যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী ও ৬ জন বীর মুক্তিযোদ্ধা- গিয়াসউদ্দিন,ইব্রাহিম স্যার,জসিম উদ্দিন, রইছ মিয়া, আব্দুল হাফিজ ও আব্দুল আওয়াল উপস্হিত ছিলেন।
সংগঠনের সভাপতি মোহাম্মাদ আলী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জনাব আঃ আজিজ, ডাঃ ফারুক আহমেদ দুলাল, রোটারিয়ান আঃ লতিফ, শাহারিয়ার শাহীন,ডাঃ জামাল,মোরছালিন আহমেদ,ডাঃ মাসুদ রানা,রুবেল ওয়াহিদ,দিদারুল আলম,আরশ মিয়া,মোবারক হোসেন ও আকরাম হোসেনসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপনায় ছিলেন সাইদুর রহমান বাবলু।