মোঃ শাহনুর , ভৈরব প্রতিনিধি ॥
আজ রোববার ভৈরবে ১৪২৬ বাংলা বছররে প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপতি হয়েছে। বিভিন্ন সামাজকি-সাংস্কৃতকি সংগঠনরে উদ্যোগে আয়োজিত মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতকি অনুষ্ঠানসহ ঐতহ্যিবাহী বৈশাখি মেলা আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নিয়েছে ভৈরববাসী।
সকালে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে পৌর নিউ মার্কেটের সামনে থেকে একটি মঙ্গলশোভাযাত্রা বের হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেঘনা নদীর তীরে ত্রিসেতুর নীচে বৈশাখি মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
দেশের ঐতিহ্যবাহী দ্বিতীয় বৃহত্তম বৈশাখি মেলা হিসেবে পরিচিত এই মেলায় প্রতি বছরের মতো এবারও গ্রাম-বাংলার ঐতিহ্য খৈ-মুড়ি, মুন্ডা, কদমা ও মাটির তৈজসপত্র বেঁচা-কেনাসহ আয়োজন করা হয়েছে পুতুল নাচ, সার্কাস, নাগরদোলা ইত্যাদির।
ভৈরবসহ আশে পাশের বেশ কয়েকটি জেলা-উপজেলার বিপুল সংখ্যক নারী-পুরুষ, শিশুর সমাগম ঘটেছে ওই মেলায়। আর এই উৎসবকে নির্বিঘœ ও নিরাপদ করতে পুলিশ ও র্যাবের পক্ষ থেকে রাখা হয়েছে টহলের ব্যবস্থা।