সমাধান ডেস্ক:
ভৈরবে ফ্লাট বাসার দুইটি ইউনিটের তালা ভেঙ্গে দূর্ধর্ষ চুরির ঘটনায় মৌসুম মিয়া নামে চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ভৈরব থানা পুলিশ। গতকাল শনিবার রাতে ভোক্তভোগি নাট্যপরিচালক ও অভিনেতা পার্থিব মামুন বাদী হয়ে অজ্ঞাত নামে একটি মামলা দায়ের করেন ভৈরব থানায়। মামলা নম্বর-১৪, তারিখ: ৮/২/২০২০ইং। ওই মামলার তদন্তকারী কর্মকতার্ ভৈরব থানার এসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল ৯ ফেব্রুয়ারী রবিবার সকালে ভৈরব পৌর এলাকার আমলা পাড়ায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে মৌসুম (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে। এসময় চুরিকৃত ক্যামেরার লেন্স কভার, ক্যামেরার চার্জার, ব্যাটারি ও নূপূর সহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। এছাড়াও চোরাইকৃত মালামাল উদ্ধার অভিযান পরিচালনা কালে চিহিৃত মাদক ব্যবসায়ী ও চোর রুবেল এর ভাড়া করা বাসা থেকে ৭ কেজি গাঁজা ও ১৫ ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকৃকত মৌসুম মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে। সে বর্তমানে কমলপুর নিউটাউন এলাকায় বসবাস করেন। উক্ত ঘটনায় রুবেল ও তার সহযোগী মৌসুম এর বিরুদ্ধে ভৈরব থানায় চুরি ও মাদক মামলা দায়ের করা হয়। ভৈরব থানা মামলা নং ১৪ (চুরি) মামলা নং ১৬ (মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে) আটক হওয়া চোর চক্ররের সদস্য ও মাদক ব্যবসায়ী মৌসুমকে আজ দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে পাঠায় পুলিশ। রুবেল মিয়া নামে চোর চক্রের মুলহোতা ফ্লাট বাসার তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটায় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান আটককৃত মৌসুম মিয়া। চোরের মুল হোতা পলাতক রুবেলকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম। পলাতক চোর রুবেল মিয়া কমলপুর নিউটাউন এলাকার ভাড়াটিয়া। তাঁর গ্রামের বাড়ি নান্দাইল উপজেলায়। চক্রের মূলহোতা রুবেল মিয়া নিউটাউনে বাসা ভাড়া নিয়ে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসা করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয়ে চোর ও মাদক কারাবরিরা বিভিন্ন অপরাধ কর্মকান্ড ঘটিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি, শুক্রবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডস্থ প্রবাসী মো: মুসলিম মিয়ার বিল্ডিংয়ের (দূর্জয় চক্ষু হাসপাতাল বিল্ডিং) তৃতীয় তলার ভাড়াটিয়া নাট্য পরিচালক পার্থিব মামুন ও একটি ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধি মো: শামীম মিয়ার বাসায় চোরচক্রের সদস্যরা এ চুরির ঘটনা ঘটে।