মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমাণ প্রতিনিধিকিশোরগঞ্জের ভৈরবে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। আজ বুধবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের পক্ষে তাঁর প্রতিনিধি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.সায়দুল্লাহ মিয়া এই ভিত্তিপ্রস্থর স্থাপন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা ও প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলার শিমূলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামের ওয়ার্ড আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। দুই কোটি ঊনআশি হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ণ করছে দুর্যোগ ও ত্রাণমন্ত্রণালয়। বন্যা প্রবন ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় এই আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হচ্ছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মের্সাস ইভান এন্টারপ্রাইজ আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করছে।