জাতীয়

ভৈরবে দুই মুক্তিযোদ্ধার নামে পাঠাগার ও বিজ্ঞানাগার

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে  দুই বীরমুক্তিযোদ্ধার নামে একটি পাঠাগার ও একটি বিজ্ঞানাগার করা হয়েছে। আজ দুপুরে শহরের জগন্নাথপুরের লক্ষীপুর এলাকার ইউসূফ আলী উচ্চ বিদ্যালয়ে বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া পাঠাগার এবং মরহুম বীরমুক্তিযোদ্ধা মুমিনুল হক খালেক বিজ্ঞানাগারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল­াহ মিয়া।

উদ্বোধন শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: সায়দুল্লাহ মিয়া বলেন, শরীর গঠনে খেলাধূলা এবং মেধা ও মনন গঠনে পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার বিকল্প নেই। তিনি উপস্থিত শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি অবসর সময়ে নবগঠিত পাঠাগারে বসে বই পড়ার আহবান জানান। আলোচন শেষে কৃতী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *