জাতীয়

ভৈরবে জাতীয় ভিটামিন ক্যাম্পেইন উদ্বোধন করেন মেয়র

মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ভৈরবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্ধোধন ।আজ শনিবার ভৈরবে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনেরউদ্বোধন হয়েছে। সকাল ১০টায় পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু পৌর মাতৃসদনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাডা.খুরশিদ আলম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচীর উদ্বোধন করেন। জানা যায়, এই কর্মসূচীর আওতায় উপজেলায় মোট ৫৪হাজার ৭শ ৮০জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৬ হাজার ৯৫ জন শিশুকে নীল ক্যাপসুল আর ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪৮ হাজার ৬শ ৮৫জন শিশুকে খাওয়ানো হবে লাল ক্যাপসুল।কর্মসূচী বাস্তবায়নে উপজেলার ৭টি ইউনিয়নের ২১টওয়ার্ডে ১৬৯টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কাজে ১৫৭ জন কর্মী এবং ২৮জন সুপারভাইজার নিয়োজিত আছেন। আর সার্বিক পর্যবেণে আছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. খুরশীদ আলম।এদিকে পৌরসভার ১২টি ওয়ার্ডে ৭২টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন ১৫০ জন কর্মী। পৌর স্বাস্থ্য পরিদর্শক নাসিমা বেগম থাকবেন সার্বিক পর্যবেক্ষণে । আজ থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলবে আগামী এক সপ্তাহ জুড়ে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *