মোঃ শাহনুর, ভৈরব প্রতিনিধি: ভৈরবের চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে এলাকাতে শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এমন অভিযোগ পাওয়া গেছে শান্তি নগর গ্রামের অভিযোগ পাওয়া গেছে আল নূর বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এস্কেল আপন নামে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার দিন সন্ধ্যায় ভোক্তভোগি পরিবার উপজেলা নির্বাহী অফিসারের বরাবর একটি লিখিত ও থানায় অভিযোগ দেয়। প্রশাসন বলছে, স্কুলে যৌন হয়রানির ঘটনার কোন অভিযোগ আসেনি। অভিযোগ আসলে অভিযুক্তের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। বিস্তারিত আমাদের ভৈরব প্রতিনিধি তথ্যচিত্রে।
এলেক্স আপন নামে এক শিক্ষক ভৈরবের আগানগর ইউনিয়নের শান্তি নগরে ২০০৮ সন থেকে নিজের বাড়ির কয়েকটি কক্ষে আল নূর বিদ্যা নিকেতন নামে একটি স্কুল খুলে পাঠদানের নামে বিভিন্ন সময় ওই স্কুলের ছাত্রীদের যৌন হয়রানি করে আসতেন। এমন একাধিক ঘটনায় শিক্ষক এলেক্স আপনের বিরুদ্ধে এলাকায় শালিস দরবার হয়। অনেক কোমলমতি ছাত্রীরা ওই শিক্ষকের দ্বারা নির্যাতনের শিকার হলেও লাজ লজ্জার ভয়ে অনেকে মুখ খুলেননি। সোমবার চতুর্থ শ্রেণির ছাত্রী স্কুলে অন্য শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার সময় প্রধান শিক্ষক এলেক্স আপন ওই ছাত্রীর মায়ের বরাত দিয়ে বর্ষাকে তাঁর রুমে ডেকে নিয়ে আসে। আসার পর দরজা আটকিয়ে তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় বর্ষার আসতে দেরি দেখে সহপাটি নাজমা বেগম এসে প্রধান শিক্ষকের রুমের দরজা বন্ধ দেখতে পায়। তখন বর্ষার চিৎকার শুনে দরজায় ধাক্কা দিলে শিক্ষক দরজা খুলে। বর্ষা তখন কান্নারত অবস্থায় ওই শিক্ষক দরজা বন্ধ করে যেসব কর্মকান্ড করেছে সবকিছু নাজমাকে খুলে বলে। তখন ওই শিক্ষক ঘটানটি কাউকে না বলার জন্য শাসিয়ে দেয়। তখন নাজমা বর্ষাকে তাঁর পিতা মাতার কাছে নিয়ে যায়। বর্ষার কাছ থেকে সব শুনে সন্ধ্যায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমুলক বিচারের দাবিতে বাবা আসাদ মিয়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেন এবং মঙ্গলবার দুপুরে ভৈরব থানায় একটি অভিযোগ দেয়। এঘটনায় এলাকাবাসী মঙ্গলবার অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।