সোহেলুর রহমান: কিশোরগঞ্জের ভৈরবে গরু চোর চক্রের মূল হোতা রফিক বাহিনীর প্রধান রফিকুল ইসলাম রফিককে গ্রেফতার করেছে পুলিশ ।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা নামক স্থানে অভিযান চালিয়ে রফিককে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ । গ্রেফতারকৃতকে আজ শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা হাজতে প্রেরণ করেছে পুলিশ ।
এ বিষয়ে ভৈরব থানার ওসি মোঃ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,রফিকের বিরুদ্ধে ভৈরব থানায় ৪টি গরু চুরির মামলা চলমান রয়েছে । এছাড়া আরো বিভিন্ন থানার মামলায় রফিক মামলা থেকে খালাস পেয়েছে । বর্তমানে কুলিয়ারচর থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে ।
উল্ল্যেখ্য গত ২২ জুলাই ভৈরব থানয় কমিউনিটি পুলিশিং সমাবেশে ১ কৃষক তার ১ টি গরু চুরির বিষয়ে রফিকবাহনীর বিরুদ্ধে অনুষ্ঠানের প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগে জানান, তার চুরি হওয়া গরুটি রফিকের বাড়ীতে পাওয়া যায় । পরে রফিক ৫০ হাজার টাকার বিনিময়ে গরুটি ফেরত দেয়ার কথা বলে টাকা রেখে দেয় । শুধু ওই কৃষকই নন । গত ১ মাসে ভৈরবের বাশঁগাড়ী,গোছামারাসহ বিভিন্ন এলাকার কৃষকের ১ মাত্র সম্বল শতাধিক গরু চুরির ঘটনা ঘটেছে ।