জয়নাল অাবেদীন রিটন: কিশোরগঞ্জের ভৈরবের জগন্নাথপুর এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে মোমতাজ হারবাল কোম্পানী একটি কভার্ডভ্যান উল্টে গেলে তার নিচে চাঁপা পরে জেলা এরিয়া ম্যানেজার পারভেজ মোল্লা (৩২) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন।সে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আয়েরমারা গ্রামের মালেক মোল্লার ছেলে বলে পুলিশ জানায়। ঘটনার পরপর ড্রাইভার পালিয়ে যায়। ভৈরব হাইত্তয়ে থানার অফিসার ইনচার্জ মামুনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ জানায় মমতাজ হারবাল কোম্পানী কভার্ডভ্যানটি ঢাকা থেকে ব্রাহ্মনবাড়ীয়া যাচ্ছিলো। পথে জগন্নাথপুর এলাকায় দ্রুত গতিতে ব্রহ্মপুত্র ব্রীজ পাড় হত্তয়ার সময় ব্রীজের ঢালে নামার সময় অপর একটি গাড়ী কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যান টি উল্টে যায়। এ সময় গাড়ীতে থাকা এরিয়া ম্যানেজার পারভেজ মোল্লা গাড়ীর নিচে চাঁপা পড়ে। খবর পেয়ে ভৈরব হাইত্তয়ে থানাপুলিশ স্থানীয় লোকদের সহায়তায় তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
Related Articles
ভৈরবে পাদুকা শিল্প বহুমুখী উন্নয়ন সমতির অফিস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া অনুষ্ঠিত
মো : রফিকুল ইসলাম রুবেল: কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা ক্ষুদ্র পাদুকা শিল্প বহুমুখী উন্নয়ন সমিতির অফিস নির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সমাধান টিভির চেয়ারম্যান ও ঢাকা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ RPC, ভৈরব পৌর আওয়ামী লীগের ৪ ওয়াড শাখার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম শিমুল, ক্ষুদ্র পাদুকা সমিতির সাধারণ সম্পাদক […]
ভৈরবে দাম কমেছে পেঁয়াজ, সবজি ও মুরগির, বেড়েছে তৈল ও মাছ।
মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ বাজার দর: দাম কমেছে পেঁয়াজ ও মুরগি ও সবজি।বেড়েছে তৈল ও মাছ করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে প্রতিনিয়ত ওঠানামা করছে নিত্য প্রয়োজনীয় সবজি, কাঁচা বাজার, মাছ, মাংস, তেল, ডালসহ বিভিন্ন পণ্যের দাম। গত ২ -৩ ঈদের আগে পরে বাজার ভেদে মাছ, সবজি, গরুর মাংস, ডিম ও চিনির দাম স্থিতিশীল […]
মুরাদনগরে টানা বৃষ্টিতে খিরা চাষিদের স্বপ্নভঙ্গ
মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে টানা বৃষ্টির ফলে পরপর দুইবার পানিতে তলিয়ে গেছে প্রায় ৫শ বিঘা খিরা ক্ষেত। ফলে দিশেহারা হয়ে পড়ছে কৃষক। তাদের স্বপ্নের উপর এখন পানি থৈ থৈ করছে। সামান্য সহায়তা পেলে আবারো খিরার চারা রোপণ করে নিজেদের ক্ষতি পুরনের চেষ্টা করতে চায় চাষিরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার করিমপুর, […]