জাতীয়

ভৈরবে এক হাজার পরিবারের মাঝে কোরবানীর মাংস বিতরণ

মোঃ শাহনুর , ভৈরব প্রতিনিধি:
ভৈরবে কোরবানী’র মাংস এক হাজার ১০০ এতিম শিশু পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। ৩০ টি গরু জবাই করে হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার ও জোবায়দা ওয়াজির শিশু সনদ (এতিমখানা)র এতিম পরিবারের মাঝে দুই কেজি করে মাংস বিতরণ করা হয়েছে এতিম পরিবারের মাঝে। মাংস বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন কাতার চ্যারেটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাঃ আমিন হাফিজ ওমর,ইফতেখার হোসেন বেনু,মিসেস ডাঃ আমিন, এতিমখানার প্রধান সমন্বয়কারি মাহিন সিদ্দীকি,ভাইস-চেয়ারম্যান পাপিয়া সিদ্দীকি,কাতার চ্যারেটির সোস্যাল ওয়েল ফেয়ার অফিসার মাহমুদুল হক সজিব,এতিমখানার প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু,হিসাবরক্ষক মুজিবুর রহমান, হাজী আসমত আলী মেডিকেল সেন্টারের প্রজেক্ট ম্যানেজার ইউছুফ আহমেদ, ফার্মেসী ইনচার্জ ইকরাম বখস্। জোবায়দা ওয়াজির এতিমখানার সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান মনির সহ হাজী আসমত আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *