অপরাধ

ভৈরব ষ্টেশনে হুন্ডির টাকাসহ যুবক আটক

মো: জসিম উদ্দিন:  ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশনে পাচার কালে হুন্ডির ৬ লাখ ৬৬ হাজার ৬শত ১০ টাকাসহ শুভ খ›কার (১৯) নামে যুবককে আটক করেছে ভৈরব রেলওয়ে পুলিশ। সে গোপালগঞ্জ জেলার সদর থানাধিন নিজড়া গ্রামের আলী আকবর খন্দকারের ছেলে। আজ বুধবার দুপুর ১২টার সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন থেকে তাকে আটক করা হয় বলে জানায় রেলওয়ে পুলিশ।
পুলিশ জানায়, কালনী এক্সপ্রেন ট্রেনটি ভৈরব রেলওয়ে ষ্টেশনে থামার পর গোপন সংবাদের ভিত্তিতে শুভ খন্দকারকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে পায়ের মধ্যে কৌশলে বাধা একটি হেলমেটে রক্ষিত অবস্থায় ইংলেন্ডের ২টি বান্ডেলে ২০ পাউন্ড মুল্যমানের ১৮৯টি ও ৫০ পাউন্ড মূল্যমানের ৪৯টি মোট (৬ হাজার ২৩০ পাউন্ড ) উদ্ধার করা হয়েছে। যার বাংলাদেশী টাকায় মূল্যমান দাড়ায় ৬ লাখ ৬৬ হাজার ৬শত ১০ টাকা হয়। উদ্ধারকৃত পাউন্ডগুলো সিলেটের কদমতলী এলাকা থেকে হুন্ডি পাচারকারী চক্রের সদস্যদের কাছ থেকে নিয়ে ঢাকার গুলশানের ইমরান ট্রেডার্সের সত্বাধিকারি ইমরান হোসেনের কাছে নিয়ে যাচ্ছিল। শুভ ঐ ইমরান ট্রেডার্সের কর্মচারি। ইতিপূর্বে আরো একাধিকবার হুন্ডির টাকা পাচার করেছে বলে সে পুলিশের কাছে স্বীকার করেছে।
ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল মজিদ পিপি এম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস টেনের নির্দিষ্ট বগী থেকে হৃন্ডির টাকাসহ শুভ খন্দকার নামে যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে পায়ের মধ্যে কৌশলে বাধা একটি হেলমেট দেখতে পাই। পরে ঔ হেলমেটের মধ্যে রক্ষিত উল্লেখিত উংলেন্ডে পাউন্ডগুলো উদ্ধারসহ তাকে আটক করি। এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *