ইফরান উল্লাহ অনিক, বিশেষ প্রতিনিধি:
ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমান সাহেবের (বলাকী মোল্লা) বাড়ির মরহুম আব্দুল হাই মিয়ার ছেলে ভৈরর পৌরসভার বাজার পরিদর্শক ও ভৈরব পৌর সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মো: কবির মোল্লা (১৪ মার্চ) মঙ্গলবার বেলা ৩টা ২০মি. হৃদরোগে আক্রান্ত হয়ে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি দুই ছেলে স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয়-স্বজন রেখে গেছেন। মঙ্গলবার রাত ৯ টা ৩০ মিনিটে ভৈরবপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে পৌর কবরস্থানের দাফন করা। মো: কবির মোল্লার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কিশোরগঞ্জ ৬ আসনের ( ভৈরব- কুলিয়ারচর ) সংসদ সদস্য ও বিসিবির সভাপতি আলহাজ্ব মো: নাজমুল হাছান পাপন এমপি। এছাড়াও গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্টপ্রতি আলহাজ্ব জিল্লুর রহমানের সাবেক এপিএস সাখাওয়াত হোসেন মোল্লা, ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, প্যানেল মেয়র মমিনুল হক রাজু, পৌর আওয়ামীলীগ সভাপতি এস এম বাক্কী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি শামিম আহমেদ খোকন, সাধারণ সম্পাদক মো: রাকিব রায়হান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: আরমান উল্লাহ, ভৈরব পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ রাজনৈতিক সহকর্মী,বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মো: কবির মোল্লার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।