মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি: ভৈরব উপজেলায় নতুন ইউএনও মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ আজ বুধবার তার কর্মস্থলে যোগদান করেন। বিদায়ী ইউএনও লুবনা ফারজানা গতকাল মঙ্গলবার তার শেষ অফিস করেছিলেন। নবাগত ইউএনও শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এতদিন কর্মরত ছিলেন। সেই উপজেলা থেকে বদলী হয়ে ভৈরব উপজেলায় কাজে যোগদান করেন। আজ ২৬ অক্টোবর মঙ্গলবার তিনি ভৈরবে যোগদান করে দায়িত্ব বুঝে নেন।জানা গেছে মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ৩৩ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রথমে জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ে কাজে যোগদান করেন। কিশোরগন্জের জেলা প্রশাসক মোঃ শামীম আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভৈরব উপজেলার নতুন ইউএনও সাদিকুর রহমান সবুজ, তারপর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে বদলী হয়ে কর্মরত ছিলেন। এরপর ঢাকা বিভাগীয় প্রধান তথ্য কমিশনার এর একান্ত সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পরে নরসিংদি জেলার রায়পুরা উপজেলায় সহকারী কমিশনার ( ভূমি) হয়ে দায়িত্ব পালন শেষে প্রমোশন পেয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী হন। ডামুড্যা উপজেলায় কয়েক মাস দায়িত্ব পালন করার পর বর্তমানে ভৈরব বদলী হয়ে এসেছেন।নবযোগদানকৃত সাদিকুর রহমানের বাড়ী ব্রাক্ষণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার দুলারামপুর গ্রামে। তার পিতার নাম মোঃ হানিফ মিয়া এবং মাতা দেলোয়ারা বেগম। ঢাকা উত্তরা উদয়ন স্কুল থেকে তার শিক্ষা জীবন শুরু হয়। পরে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যান বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। তিন ভাইবোনের মধ্য তিনি সবার বড়। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রীসহ একটি শিশুপুত্র রয়েছে। তার বাবা একজন সরকারী কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। ভৈরবের মানুষ তিনজন মহিলা ইউএনও পর পেলেন একজন পুরুষ নির্বাহী কর্মকর্তা, উনার প্রতি ব্যাপক প্রত্যাশা ভৈরববাসীর,নতুন ইউএনওকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোঃ ছাবির উদ্দিন রাজু ও তার সকল সংগঠনের পক্ষ থেকে মানবিক কাজে বিশেষ অবদান রাখার প্রত্যাশা করে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
Related Articles
দেশের সর্ববৃহৎ ঈদ জামায়াতের জন্য সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে শোলাকিয়া
দেশের বৃহত্তম ঈদ জামাতের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৯১ তম ঈদুল ফিতরের জামাত। ঈমামতি করবেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামায়াত শুরু হবে সকাল ১০ টায়। ২০১৬ সালের ৭ জুলাই ঈদুল ফিতরের দিন শোলাকিয়া ঈদগাহের চেকপোষ্টে হানা দেয় জঙ্গি বাহিনী। পুলিশ বাহিনীর নির্ভীক সদস্যরা জীবনবাজী রেখে জঙ্গীদের পরিকল্পনা […]
স্কুলছাত্রী ধর্ষণ ৪ গ্রাম্য মাতব্বরসহ ধর্ষকের বিরুদ্ধে ১৪ দিন পর মামলা
মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি কুমিল্লার মুরাদনগরে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) ধর্ষণের ঘটনা ঘটেছে। প্রতিবাদ করায় গ্রাম্য মাতব্বরদের মাধ্যমে পরিবারের লোকজনকে এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে ৭০ হাজার টাকা ভাগাভাগি করার অভিযোগও রয়েছে। অবশেষে ঘটনার ১৪ দিন পর ওই ছাত্রীর মা বাদী হয়ে ৪ মাতব্বর ও ধর্ষকসহ […]
মুরাদনগরে ১২ জন ডাক্তারকে ফুল দিয়ে বরণ করলেন ওসি সাদেকুর রহমান
মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি: মুরাদনগরে ২১ জন ডাক্তারকে বরণ করলেন ওসি সাদেকুর রহমান। ৪২তম বিসিএস পরিক্ষায় এই উপজেলা থেকে উত্তির্ণ ওই ডাক্তারদেরকে গতকাল রবিবার তাঁর নিজ কার্যালয়ে ফুল দিয়ে বরণ করেন তিনি। ডাক্তাররা হলেন, সদর ইউনিয়নের আলীরচর গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন, ছালিয়াকান্দি ইউপির আমপাল গ্রামের আবুল হোসেনের ছেলে তানজিম হোসেন, জাহাপুর […]