ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু:
ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন থেকে ২১ কেজি গাঁজা‘সহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব
২৪ আগস্ট ২০২১ ইং তারিখ রাত আনুমানিক ২১.১৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন অষ্টগ্রাম বাজারস্থ আদিল ফার্মেসীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ হারুন মিয়া(২৪), পিতা-মিলন মিয়া, (তারকাটা মিলের সামনে ধন মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-ভৈরব, জেলা- কিশোরগঞ্জ, ২। মোঃ সোহরাব ওরফে সুরাপ মিয়া(২৮), পিতা- মোঃ হোসেন মিয়া, ও জব্দকৃত আলামত (ক) ২১ (একুশ) কেজি মাদকদ্রব্য গাঁজা‘সহ উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মনবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াদিন।