মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমান প্রতিনিধি: র্যাব-১৪ এর সিপিসি-৩, ভৈরব কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া জেলা পাসপোর্ট অফিস এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ০৯(নয়)জন দালাল চক্রের সদস্যকে সাজা প্রদান।
একটি দালাল চক্র ব্রাহ্মণবাড়িয়া জেলা পাসপোর্ট অফিস এলাকায় দালালীর মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে অতিরিক্ত অর্থ আদায় করে নিচ্ছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত দালাল চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় ০৫ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ ১১.০০ ঘটিকা হতে ১৫.৩০ ঘটিকা পর্যন্ত র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল মোঃ আব্দুল্লাহ আল বাকী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, ব্রাহ্মণবাড়িয়া এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার পাসর্পোট অফিসের আশেপাশে অভিযান পরিচালনা করে ০৯ দালাল গ্রেফতার করে ১। মোঃ সুজন মিয়া(২৬) ২। মোঃ সোহাগ মিয়া(২৬), ৩। মোঃ মোজাম্মেল৪। মোঃ রাসেল মিয়া, ৫। কাজী অলীউল্লাহ, ৬। মোঃ রাকিব মিয়া, ৭। মোঃ আতিকুল ইসলাম ৮। মোঃ মহিউদ্দিন আহমেদ, কে ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ড এবং ৯। আমজাদ খান, পিতা- মৃত খোরশেদ খান, সাং-মীরতলা, থানা-কসবা, সর্বজেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১৫ (পনের) দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।