অপরাধ

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানাধীন ধরকার এলাকা থেকে ভারতীয় মালামাল সহ চারজন গ্রেপ্তার

মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধীন ধরখার এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় থ্রি পিস ও অন্তর্বাস, ০৪ বোতল হুইস্কি, ০২ বোতল বিয়ার, ভারতীয় রুপি এবং ০৪ জন ভারতীয় নাগরিকসহ মোট ০৫ চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প। ০১ টি হায়েস জব্দ।
২৫ অক্টোবর ২০২২ ইং তারিখে আনুমানিক রাত ০৮.৩০ ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন ধরখার এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ (চার) ভারতীয় নাগরিকসহ মোট ০৫ (পাঁচ) চোরাকারবারী আমানত হুসাইন (৫২), পিতা- মোঃ জামান, মাতা- ছালিয়া খাতুন, ঠিকানা- ২বি/আইচ/২৮, ডাঃ এম. এন. চ্যাটার্জী সরণী, নারকেলডাঙ্গা, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত, আকিল আহমেদ (৪৫), পিতা- মৃত শাহেনসাহ, মাতা- সালমা বিবি, ঠিকানা- ৫৪, নারকেলডাঙ্গা উত্তর রোড, কলকাতা, ভারত, মোঃ আদিল (২৫), পিতা- মৃতঃ খুর্শিদ আলম, মাতা- নূরজাহান বেগম, ঠিকানা- ২বি/আইচ/২৭, ডাঃ এম. এন. চ্যাটার্জী সরণী, নারকেলডাঙ্গা, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত, মোঃ তৌসিফ আন্সারী (২৮), পিতা- মোঃ আশরাফ আন্সারী, মাতা- নূরজাহান বেগম, ঠিকানা- ১৬৬/এইচ/৬৩ কেশব চন্দ্র সেন রোড, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত, মোঃ স্বপন (৩০), পিতা- মোঃ বাবুল মিয়া, সাং- চান্দিয়ারা, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া’কে আটক করেন। এসময় ধৃত আসামীদের হেফাজতে থাকা একটি হায়েস গাড়ী থেকে ৫৫০০ (পাঁচ হাজার পাঁচশত) পিস ভারতীয় অন্তর্বাস, ১২০ (একশত বিশ) পিস ভারতীয় থ্রি পিস, ৪ (চার) বোতল হুইস্কি, ২ বোতল বিয়ার, ৪ (চার) টি ভারতীয় পাসপোর্ট, নগদ ৯০৩ (নয়শত তিন) ভারতীয় রুপি, নগদ ৩,০০০/- (তিন হাজার) টাকা ও ১টি হায়েস’সহ উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ ভারত থেকে বিভিন্ন কায়দা অবলম্বন করে চোরাচালানের মাধ্যমে ভারতীয় থ্রি পিস, অন্তর্বাস, হুইস্কি ও বিয়ার জাতীয় মাদক দ্রব্য দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত বিদেশীপণ্য ও মাদক দ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *