দেশজুড়ে

বেলাব উপজেলাবাসী অতিষ্ট রমজানে লোডশেডিং আগের তুলনায় দ্বিগুন

রেজাউল আলম বিপ্লব , বেলাব প্রতিনিধি: পল্লি বিদ্যুৎ (২) মরজাল জোনাল অফিস থেকে মাইকিং করে বলা হয়েছিলো রমজান মাসে অন্য সময়ের চেয়ে বিদ্যুৎ সার্ভিস ভালো থাকবে, কিক্তু ভোগান্তি বেড়ে চরম পর্যায়ে। সারা দিনে ৭-৮ঘন্টা লোডশেডিং হচ্ছে বলে জানান গ্রাহকগন। গতকাল রাত ২০ শে এপ্রিল রাত ৯ ঘটিকায় থেকে লোডশেডিং গিয়ে রাত ৩টার সময় আসে, সকাল থেকে বারবার বিদ্যুৎ আসা যাওয়ায় এলাকার জনগন ও ব্যাবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কড়া সমচালা চলছে ,জাহাঙ্গীর স্বপন নামের এক ব্যাক্তি স্ট্যাটাস ছিলো জনাব ডি. জি.এম আপনারা বোধ হয় শেখ হাসিনাকে বিদায় না দিয়ে বিদ্যুৎ রেগুলার করবেন না, গতরাতে কোথায় টর্নেডো হয়েছিলে যে সারারাত বিদ্যুৎ বন্ধ রাখলেন বিদ্যুৎ সরবাহ যদি স্বাভাবিক রাখতে না পারেন দয়া করে বিদায় হন, ভালো থাকবেন ভালো রাখবেন আশা করি। ইব্রাহিমপুর গ্রামের রাফি আহম্মেদ রতন মিয়া নামের এক আইডিতে লেখা পাওয়া যায় ,পল্লি বিদ্যুৎতের লোক আপনি কি মানুষ? সেহেরী খাওয়ার সময় ও বিদ্যুৎ থাকেনা ইফতারের সময় ও না ,আপনি মনে হয় মুসলমান না।বেলাব মাটিয়াল পাড়ার শাফি আহম্মেদ বলেন বিদ্যুৎ যায় না আসে! সারা দিনে কয়েকবার বিদ্যুৎ দেখি এই যায় এই আসে।এ দিকে বিদ্যুৎয়ের ঘনঘন লোডশেডিংয়ের কারনে ব্যাবসায়ীরা দোকান খুলে বসতে পারছেনা সরজমিনে গিয়ে দেখা যায় রোজার মাসে রোজা রেখে তীব্র গরমের মধ্যে যে সিলিং ফ্যান ছেড়ে একটু হাফ ছাড়বে সেটাও বন্ধ, ঘন্টায় অন্তত ১০ বার লোডশেডিং হয়। মুসুলিরা জানিয়েছেন তীব্র নিন্দা তারাবীর নামাযের সময় ও লোডশেডিং ,কবে মুক্তি পাবে সাধারন মানুষ, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি কামনা করে গ্রাহকগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *