মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডি.এম.পি বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ
মজিবর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকার
এস.আই মোঃ ইমদাদুল হক, এস.আই মোঃ রহিদুল ইসলাম, এস.আই তন্ময় সাহা,
এস.আই সমীরণ মন্ডল, এস.আই রুম্মান খান, এস.আই ইকবাল হোসেন, এস.আই
রায়হানুল কবির, এস.আই নয়ন কুমার সাহা, থানাধীন নবাবপুর পুলিশ ফাঁড়ির
ইনচার্জ এস.আই পল্লব কান্তি সরকার, এ.এস.আই মোঃ কামরুল ইসলাম শরীফ,
এ.এস.আই শাহিনুর আলম, এ.এস.আই মোঃ এনামুল হক, এ.এস.আই বিল্লাল
হোসাইন, এ.এস.আই জাফর জুনাইদ ওসমানী সহ থানার সংশ্লিষ্ট অফিসার ও
ফোর্সগণ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে গত মার্চ মাসে ১০ লক্ষাধিক
টাকার মদ, গাঁজা, ইঞ্জেকশন, হেরোইন ও চোরাই মোবাইল উদ্ধার সংক্রান্তে ৬২টি
মাদক মামলায় ৭২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গত মাসব্যাপী মাদকবিরোধী অভিযানে
মোট ২ হাজার ১শ ৯৯টি ইয়াবা, ৭ কেজি ১শ ৯৫ গ্রাম গাঁজা, ৪২.০৮ গ্রাম
হেরোইন, ১৮ বোতল মদ, ২৮টি নেশা জাতীয় ইনজেকশন ও ২৮টি চোরাই মোবাইল
উদ্ধার করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক
সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক,
সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরষ্কার প্রাপ্ত লেখক, কবি ও
কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্ধসঢ়;) কে এক সাক্ষাতে জানান।