বেলাব প্রতিনিধি, নরসিংদী: বেলাব উপজেলার লাখপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র বিজয় মিয়া (১৫) আজ দুপুরে প্রথম সেমিষ্টার পরিক্ষায় অংশ গ্রহন করলে লাখপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আফজল হোসেন কাজল ,পরিক্ষা হলে গিয়ে কেচি নিয়ে ছাত্রের চুল কেটে দেয় । পরিক্ষা চলাকালীন সময় উক্ত রুমে ছাত্র বিজয় মিয়ার বন্ধু-বান্ধবীর সামনে এ লজ্জা সহ্য করতে না পেরে তাৎক্ষনিক বিজয় বাড়ি চলে আসে ,এবং ঘরের দরজা লাগিয়ে দিয়ে আত্নহত্যার চেষ্টা করে। ঘরের দরজা বন্ধ দেখে বড় বোন ডাকে দিলে সাড়া দেয়না বিজয় মিয়া ,পরে প্রতিবেশীদের সাহায্য নিয়ে বিজয়কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বেলাব সদর হাসপাতালে নিয়ে যায় । কর্তব্যরত ডাক্তার বিজয় মিয়ার চিৎকিসা করে তাকে ভর্তি করেন ,ও জানায় অতিরিক্ত ড্রাগ পয়েজন গ্রহনের কারনে জ্ঞান হারিয়ে ফেলেছে বিজয় খবর পেয়ে নব নির্বাচিত বেলাব উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইয়া (রিটন) বিজয় মিয়াকে দেখতে হাসপাতেল ছুটে যান। বিজয়ের মা বলেন ঃ-আমার ছেলে গতকাল ও পরিক্ষা দিয়েছে আমি পরিক্ষার ফি দিলাম তখন ও স্যার আমাকে কিছু বলেনি। পাঁচ বছর হলো ছেলে লাখপুর উচ্চ বিদ্যালয়ে পড়ে কোনদিন কোন বিচার ও আসেনী ।আমার ছেলে মেধাবী ছাত্র যার রোল নং (৫) চুল যদি বড় হয়ে থাকে স্যার অফিস রুমে ডেকে নিয়ে কাটলে হয়তো আমার ছেলে আত্নহত্যার চেষ্টা করতোনা। আমার ছেলের জন্য দোয়া করবেন ওর জীবনটা যেন বেচে যায় বলে বিলাপ করছিলো। জানাযায় প্রধান শিক্ষক আফজাল হোসেন কাজল অনেক ছাত্রকে ধরে ধরে আগেও চুল কেটেছে ।
Related Articles
ভৈরবে ১০ টাকা কেজির ৯৬ বস্তা চাল গায়েব, অবৈধ মজুদকৃত ১৬০ বস্তা চাল উদ্ধারসহ ২ ব্যক্তিকে আটক করে র্যাব
মো: আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার : কিশোরগঞ্জের ভৈরবে ১০টাকা কেজির ৯৬ বস্তা চাল গায়েব ও ১৬০ বস্তা চাল অবৈধভাবে মজুদ করার অভিযোগে ডিলারসহ ২ ব্যক্তিকে আটক করে র্যাব সদস্যরা। গোপন সংবাদ পেয়ে বুধবার দিবাগত রাতে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অধিনায়ক এডিশনাল এসপি রফিউদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে শুম্ভুপুর রেলগেইট এলাকা থেকে শিবপুর ইউনিয়নের খাদ্যবান্ধব ডিলার মিজানুর রহমানের […]
ভৈরবে করোনা ভাইরাসে পুলিশ সদস্য আক্রান্ত, চিকিৎসক ও পুলিশ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে, উপজেলা লকডাউন
জয়নাল আবেদীস রিটন , বিশেষ প্রতিনিধি : কিশোরগঞ্জের ভৈরব থানার চান মিয়া নামে এক দারোগা করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। এঘটনায় আক্রান্ত পুলিশ সদস্যের সংস্পর্শে আসা ১৫পুলিশ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাচঁজন চিকিৎসককে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে প্রেরণ করা হয়েছে। এছাড়াও ভৈরব উপজেলাকে লক ডাউন ঘোষনা করেছেন স্থানীয় প্রশাসন। শুক্রবার বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক জারিকৃত এক […]
ভৈরব থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে ২০২২ অনুষ্ঠিত হয়েছে
মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ আজ ২৯ অক্টোবর শনিবার সকালে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানা চত্বরে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে ২০২২ অনুষ্ঠানে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম মোল্লার সভাপতিত্ব করেন। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুলহাস হোসেন সৌরভ, ভৈরব থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) কায়সার আহমেদ, […]