অপরাধ

পাবনায় ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার গ্রেপ্তার

অাশরাফ অালী বাবু: ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রার ইশরাত জাহানকে (৩১) হাতেনাতে আটক করেছে পাবনা দুদক সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পাবনার আটঘরিয়া অফিস থেকে তাকে আটক করা হয়। তার সঙ্গে আটক করা হয় দলিল লেখক আশরাফুল আলমকেও (৩২)। ইশরাত জাহান পাবনার আটঘরিয়া উপজেলার সাব-রেজিস্ট্রার। তিনি শেরপুরের কোটেরচর গ্রামের আবুল বাশারের মেয়ে। দুদক পাবনা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম মওলা বলেন, আটঘরিয়া উপজেলার ৪টি দলিল অবৈধভাবে রেজিস্ট্রির জন্য সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান দলিল লেখক আশরাফুল আলমের মাধ্যমে ১৪ হাজার টাকা ঘুষ নেয়। এ সময় দুদকের টিম ঘুষের টাকাসহ সাব-রেজিস্ট্রারকে আটক করে। সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান এবং দলিল লেখক আশরাফুল আলমকে দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে। দুদক সমন্বিত কার্যালয় পাবনার উপপরিচালক আবু বকর সিদ্দিক জানান, জমির খাজনা-খারিজ করে দেয়ার নামে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিলেন উপজেলা সাব-রেজিস্ট্রার ইশরাত জাহান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *