স্টাফ রিপোর্টার রাজু মিয়াঃ নরসিংদীতে বিশ্ব নিরাপদ সড়ক সাপ্তাহ ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট ও অথরিটি (বি.আর.টি.এ) আয়োজন করা হয়। ৬ মে হতে ১২ মে পর্যন্ত ড্রাইভিং প্রশিক্ষণ সপ্তাহ। উক্ত নিরাপদ সড়ক সপ্তাহ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন ড. এটিএম মাহবুবুল করিম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নরসিংদী। সভাপতিত্ব করেন, তানবীর মোহাম্মদ আজিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নরসিংদী। অনুষ্ঠান পরিচালনা করেন, মোঃ মঈদুল ইসলাম, সহকারী পরিচালক (ইঞ্জি.) সার্কেল নরসিংদী। এসময় আরও উপস্থিত ছিলেন, মোঃ গোলাম মাওলা তালুকদার, টি.আই নরসিংদী ও জেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বাস-ট্রাক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মৃধা সহ লাইসেন্স শিক্ষানবীস বাস-ট্রাক, প্রাইভেটকার, ড্রাইভার সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিতিতে বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. এটিএম মাহবুবুল করিম বিশ্ব নিরাপদ সড়ক সাপ্তাহ অনুষ্ঠানে বক্তব্য বলেন, গাড়ির ড্রাইভার যেন সঠিকভাবে গাড়ি চালায় ও ট্রাফিকের সিগনাল অনুযায়ী গাড়ি চালানোর উপর গুরোত্ত্ব আরোপ করেন।