মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্):
ইদানিং ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় চোর, পকেট মার,
নেশাখোর ও প্রতারকদের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এসব অপরাধীরা দিনের
বিকাল থেকে রাত ১২টা ১টা ২টা পর্যন্ত বিভিন্ন অজুহাতে মহানগরীর
বিমানবন্দর উত্তরা, তেজগাঁও, ফার্মগেট, শান্তিবাগ, মালিবাগ,
কমলাপুর রেলস্টেশন, মুগদা, সবুজবাগ, পল্টন মোড়, গুলিস্থান, বংশাল ক্রসিং,
ঢাকা জজ কোর্ট, সদরঘাট ও সুত্রাপুর থানাধীন সাইকেল মাঠ এলাকায়
ফন্দি ফিকিরের উদ্দেশ্যে ঘুরে বেড়ায়। এদের সংঘবদ্ধ গ্রæপ ও দল রয়েছে।
এদের অধিকাংশ যুবক ও কিশোর বয়সি হলেও একটি অংশ রয়েছে মধ্যম
বয়সী। এসব প্রতারকেরা ভালা পোষাক আষাক পরে ফন্দি ফিকিরের সময়
নিজেদেরকে বিভিন্ন এলাকার ক্ষমতাশীন দলের নেতা ও কাউন্সিলরগণ
তাহাদের আত্মীয় স্বজন পরিচয় দিয়ে দুর দুরান্তের যাত্রী, পথচারী ও
বিভিন্ন লোকজনের সাথে কখনো কৌশলে বন্ধুত্ব আবার কখনো তাদের
গ্রæপের একজনকে দিয়ে বানোয়াট অভিযোগ উত্থাপন করে অপরজনকে
দিয়ে স্বাক্ষী তৈরী করে বিভিন্নভাবে ব্ল্যাক মেইলিং সহ বিভিন্নভবে
টাকা মোবাইল আদায় করে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তাদের
নাম ঠিকানা কোন কিছুই সহজে সংগ্রহ করা যায় না। সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষে এসব এলাকার উল্লেখিত প্রতারক চোর ও
নেশাখোরদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ
করবেন বলে অভিজ্ঞ মহলের অভিমত।