সমাধান ডেস্ক:
ঢাকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন ২০১৯ সফল ভাবে সম্পন্ন হয়েছে। গত কাল নির্বাচন কমিশন মাহবুব আলম আব্বাসী ঢাকা প্রেস ক্লাবের ৩১ সদস্য ঘোষনা করেন। এর আগে এ জি এম সভায় কন্ঠ ভোটে ৬৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জন নির্বাচিত হয়। নির্বাচিতরা হলেন সভাপতি সৈয়দ নজরুল ইসলাম (উপদেষ্ঠা সম্পাদক দৈনিক সময়ের বাংলাদেশ ), সহ-সভাপতি আওঙ্গজেব কামাল ( চেয়ারম্যান আমার নিউজ টিভি ও নির্বাহী সম্পাদক দৈনিক বাংলার দূত), জয়নাল আবেদীন ফারুক(যুগ্ন-ম্পাদক দৈনিক রুদ্র কন্ঠ), বশির আহমেদ (যুগ্ন-সম্পাদক অর্থধারা), মোঃ শাহআলম (চেয়ারম্যান মুভি বাংলা ও যুগ্ন-সম্পাদক দৈনিক রুদ্রবার্তা ), মোঃ ওয়াহিদুন নবী সেলিম (ষ্টাফ রিপোর্টার দৈনিক সন্ধাবানী), সাধারন সম্পাদক কাজী ফরিদ আহমেদ (বার্তা সম্পাদক দৈনিক গণতদন্ত ও সিইও ডিপিসি নিউজ), যুগ্ম-সাধারণ সম্পাদক নাজির আহমেদ (যুগ্ন-সম্পাদক দৈনিক দেশের আলো), মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম (প্রকাশক ও সম্পাদক দৈনিক দিনপ্রতিদিন), লতিফ শেখ মুন জাফর(প্রকাশক ও সম্পাদক দৈনিক পৃথিবী) ,সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ (চেয়ারম্যান সমাধান টিভি) , মোঃ ফরিদুল ইসলাম জুয়েল(প্রকাশক ও সম্পাদক দৈনিক চলতি খবর), মোঃ আসাদ চৌধুরী (ষ্টাফ রিপোর্টার দৈনিক দিনকাল), মোঃ আব্দুল মান্নান(প্রকাশক ও সম্পাদক দৈনিক নতুন বাজার) , মোঃ দেলোয়ার হোসেন(সিনিয়র ষ্টাফ রিপোর্টার দৈনিক একুশের বানী), ওয়াহিদুল ইসলাম লিটন ( দৈনিক ডিটেকটিভ নিউজ) ,অর্থ সম্পাদক মোঃ আব্দুল মতিন (চেয়ারম্যান এস টিভি বাংলা ) , সহ-দপ্তর জাহিদ হাসান খোকন (রিপোর্টার দৈনিক যায়যায় দিন), ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শামীম আহমেদ (সিনিয়র ষ্টাফ রিপোর্টার সিএনএন বাংলা টিভি ) , প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক (সিইও চ্যানেল নিউজ ৫২), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহাবুবর রহমান (যুগ্ন-সম্পাদক দৈনিক যুগযুগান্তর), নারী ও শিশু বিষয়ক সম্পাদক আসমা আক্তার (রিপোর্টার এস এ টিভি), সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ইসহাক চৌধুরী (ষ্টাফ রিপোর্টার দৈনিক সন্ধ্যাবানী ও দৈনিক প্রাণের বাংলাদেশ), আইন বিষয়ক সম্পাদক মোঃ মহিউদ্দিন জুয়েল(ষ্টাফ রিপোর্টার দৈনিক প্রাইম), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ আব্দুল মজিদ (ব্যবস্থাপনা সম্পাদক খুলনা বার্তা), মানবাধিকার বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কামাল (সিনিয়র ষ্টাফ রিপোর্টার দৈনিক দেশের আলো) , শিক্ষা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন মিন্টু (রিপোর্টার দৈনিক প্রভাতী খবর ) , পরিবেশ বিষয়ক সম্পাদক রায়হান কামাল রন্টি (ষ্টাফ রিপোর্টার দৈনিক বাংলার ডাক), নির্বাহী সদস্য আবুল কাশেম (ষ্টাফ রিপোর্টার দৈনিক দেশ কাল),শেখ নজরুল ইসলাম (সিনিয়র ষ্টাফ রিপোর্টার দৈনিক কপোতাক্ষ)। কমিটি ঘোষনার সময় নির্বাচন কমিশন মাহবুব আলম আব্বাসী বলেন অতি সুন্দর ও সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি আরোও বলেন আগামী ২৮ ডিসেম্বার সকল সদস্যদের উপস্থিতিতে কমিটির আনুষ্ঠিকতা সম্পন্ন হবে। এই কমিটি আগামী ২০২০ ইং থেকে ২০২১ ইং সালের ৩১ ডিসেম্বর ঢাকা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করবেন।