নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে অব্যাহত বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে মঙ্গলবার ভোর থেকেই নগরীতে হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।
নগরীর বিভিন্ন এলাকা কোথাও হাঁটুজল এবং কোথাও কোমর সমান জলে ডুবে গেছে। এর ফলে সকাল থেকে অফিস ও স্কুল-কলেজগামী সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের দুর্ভোগের অন্ত নেই। জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাত থেকে নগরীতে বৃষ্টিপাতের কারণে নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, আগ্রাবাদ সিডিএ, চকবাজার, বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ওই সব এলাকার প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলির সব সড়ক পানিতে তলিয়ে গেছে। বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল।
নগরীর চকবাজার এলাকার বাসিন্দা জাহাঙ্গীর আলম রাইজিংবিডিকে বলেন, ‘সকালে বাসা থেকে বের হয়েই দেখি বাসার নিচে হাঁটুজল। যানবাহনও চলাচল করছে না।’
আগ্রাবাদ সিডিএ এলাকার বাসিন্দা আফাজুর রহমান বলেন, ‘সিডিএ আবাসিক এলাকা এখন পুরোপুরি নদীতে পরিণত হয়েছে। এই এলাকায় নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় নেই। এখানে প্রধান সড়কেই হাঁটু সমান জল।’
চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া দপ্তরের কর্মকর্তা মোহাম্মদ রুবেল রাইজিংবিডিকে বলেন, ‘মঙ্গলবার সকাল পর্যন্ত চট্টগ্রাম নগরীতে ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সারা দিনই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।’