মোঃ নূরুন্নবী ভূঁইয়া, কুলিয়ারচর সংবাদদাতাঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে স্ত্রীর সাথে ঝগড়া করে শ্বশুর বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই নিয়ে জামাতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে শ্বশুড়। জানা যায়, ১৫ সেপ্টেম্বর রাত ১০ টার দিকে উপজেলার উছমানপুর গ্রামে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে। উপজেলার উছমানপুর গ্রামের মোঃ জালাল উদ্দিনের মেয়ে পারভীন (২৩) কে প্রায় চার বছর পূর্বে পাশ্ববর্তী বাজিতপুর উপজেলার চিনিয়ারচর গ্রামের আঃ রহিমের পুত্র মোঃ তসলিম মিয়া (২৭) এর সহিত বিবাহ হয়। বিবাহের পর থেকে স্বামী সহ শ্বশুর বাড়ীর লোকজন পারভীনকে নানা ভাবে শারীরিক ও মানষিক নির্যাতন করে আসছিল।
এ ঘটনায় গত ২৯ জুলাই পারভীন বাদী হয়ে স্বামী তসলিমের বিরুদ্ধে বাজিতপুর বেসরকারি আইন সহায়তাকারী সংস্থা ব্র্যাক অফিসে একটি অভিযোগ দাখিল করেন। এতে ক্ষিপ্ত হয়ে তসলিম মিয়া গত শনিবার রাত ১০ টার দিকে শ্বশুর বাড়ীতে এসে শ্বশুরের বসত ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে বসতঘর সহ ঘরে থাকা জিনিসপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। এ ঘটনায় ১৬ সেপ্টেম্বর রবিবার মোঃ জালাল উদ্দিন বাদী হয়ে জামাতা তসলিম মিয়া সহ দু’জনের নামে কুলিয়ারচর থানায় একটি অভিযোগ দায়ের করে। অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নান্নু মোল্লা বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।