জজ মিয়া কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে, ২১শে মে মঙ্গলবার রাতে নির্বাচনী ফলাফলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুরুষ একজন ও মহিলা একজন মোট তিনজন নির্বাচিত হয়েছেন।
কটিয়াদী ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মঈনুজ্জামান অপু (ঘোড়া প্রতীক)৪৪৩০৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আকবর (দোয়াত কলম) পেয়েছেন ১৯৮৮৭ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বদরুল আলম নাঈম (চশমা প্রতীক) ৪৩ হাজার ৫৮ভোটপেয়ে নির্বাচিত হয়েছেন ,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার (তালা প্রতীক) পেয়েছেন ২৯ হাজার ৪৯৮ ভোট। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাথী বেগম (কলস প্রতীক) ৩৮৭৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুকসানা ( ফুটবল প্রতীক) পেয়েছেন ৩০২৩৮ ভোট।
ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্নকরণে যারা প্রত্যক্ষ /পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন তাদের সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার কটিয়াদীর উপজেলা হল রুমে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। কটিয়াদী উপজেলায় মোট ১০১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হয়।
উল্লেখ্য কুটিয়াদী ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৭ জন ও ভাইস চেয়ারম্যান মহিলা ৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।