ঈদে আসছে ১০পর্বের একটি বিশেষ ধারাবাহিক নাটক ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’। এই নাটকটিতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আব্দুর নূর সজল, জেনী, কাজল সুবর্ণ, আবু মনসূর, ইলোরা গহর, সুজাত শিমুল, স্নিগ্ধা মোমিন, শারমিন আঁখি, ইসরাত তন্বী, নাইরুজ সিফাত প্রমুখ। এই নাটকটি নির্মান করেছেন জুয়েল মাহমুদ।
নাটকের গল্পে দেখা যাবে, শ্বশুর বাড়ী বেশ বড়লোক। জামাই বেশ চালাক প্রকৃতির। জামাই এর চরিত্রে সজল ও শ্বশুর এর বড় মেয়ে এর চরিত্রে নওরীন হাসান খাঁন জেনী। শ্বশুর এর মোট ছয় মেয়ে থাকে। অর্থাৎ জামাই এর পাঁচ শালী। আর এ পাঁচজন মেয়েকে শ্বশুর বিয়ে দিতে পারে না।
কারণ-এর একেক জন একেক রকম একজন বিউটিশিয়ান একজন দার্শনিক সারাক্ষণ খালি হাত দেখে একজন ভৌতিক ভূতের সাথে প্রেম করে এভাবে একেক জন একেক রকম অবশেষে শ্বশুর এ পাঁচ মেয়েকে বিয়ে দেওয়ার দায়িত্ব অর্পণ করেন জামাই এর ওপর। শ্বশুর বলেন। বাকী এ পাঁচ জনকে বিয়ে দিতে পারলে জামাইকে গুলশানে একটি বাড়ি দেওয়া হবে। যার দাম ১০০কোটি টাকা। এমন গল্প নিয়ে নির্মান হয়েছে বিশেষ ধারাবাহিক নাটক ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’।
নির্মাতা জানান, আসছে ঈদুল ফিতরে বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলায় নাটকটি প্রচারিত হবে।