মো:শাহনুর,ভৈরব প্রতিনিধি।।
“সবাই মিলে ভাবো, নতুন কিছু করোÑনারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৮ই মার্চ আর্ন্তরজাতিক নারী দিবস উপলক্ষে ভৈরবে মানববন্ধন কর্মসূচী পালন করেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা। মানববন্ধনে নারীদের পাশাপাশি শিশু শিক্ষার্থীদের উক্ত মানবন্ধনে দাঁড় করানো হয়। কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ‘সি’ শাখার ৫০জন শিশু শিক্ষার্থী গণিত ক্লাস চলাকালীন সময় প্রশসন আয়োজিত র্যালি ও মানববন্ধনে অংশ নেয়।
আজ বুধবার বেলা ১১ টায় ভৈরব-কিশেরাগঞ্জ আঞ্চলিক সড়কে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। মানববন্ধনে কর্মজীবি নারী ও স্কুল শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আনিসুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহেনা পারভীন, জাতীয় মহিলা সংস্থা ভৈরব শাখার চেয়ারম্যান উলফাত আরা জাহান প্রমুখ।
কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: অহিদুর রহমান মুটোফোনে জানান, মহিলা বিষয়ক কর্মকর্তা চিঠি ইস্যু করায় ৬ষ্ট শ্রেণির সি শাখার ৩০জন ছাত্রছাত্রীকে ওই মানববন্ধনে পাঠানো হয়। তখন গণিত ক্লাশ চলছিলো বলে প্রধান শিক্ষক জানান।