মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ ভৈরব শম্ভূপুর পাক্কার মাথা কবরস্থানের সকল মোরদেগান ও সকল অসুস্থের মুক্তির জন্য শম্ভূপুর আদর্শ দাখিল মাদ্রাসার হল রুমে বিকাল ৪ ঘটিকায় দোয়া,আলোচনা, কোরআন মাজিদ,হামদ- নাত ও আযান প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোছাম্মদ ফরিদা সাত্তার এতিম খানা শম্ভৃৃূপুর আদর্শ দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবদুস্ সাত্তার ইতালী,অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সমাজ কর্মী মোঃ জাকির হোসেন,সাংবাদিক মোঃ শামীম আহমেদ সম্পাদক এস এ নিউজ ২৪ ডটকম।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদর্শ দাখিল মাদ্রার সুপার মাওলানা মোঃ জয়নাল আবেদিন,আদর্শ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাজী মোঃ সামসুদ্দিন,নেছারিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মোঃ নাসির উদ্দিন প্রধান,সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোঃ ছাবির উদ্দিন রাজু,দোয়া ও মোনাজাত করেন মুফতি মোঃ সামিম আহমেদ,
জন স্বার্থ ও ধর্মীয় অনুভূতি কে সামনে রেখে এই মহতী কাজের প্রধান ও বিশেষ উদ্যোগতা হলেন আঃ মালেক সরকার,ইতালী প্রবাসী আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আবদুস্ সাত্তার,হাজী সেলিম সরকার, সাংবাদিক মোঃ ছাবির উদ্দিন রাজু, সাধারণ সমাজ কর্মী মোঃ জাকির হোসেন সহ অন্যান প্রবাসী ও সমাজ সেবকগণ।
আজ সমবার বিকাল ৪ ঘটিকা হইতে মাগরিব পর্যন্ত বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের মাঝে কোরআন তেলায়াত, হামদ- নাত,আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়,এতে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ জন বিজয়ী কে কোরআন মাজিদ ও প্রাইজবন্ড উপহার প্রদান করা হয়।
বক্তাগণ বলেন এই ধরনের মহৎ উদ্যোগ কে ধরে রাখা আমাদের জীবিত সকলের জন্যে খুবই প্রয়োজন।আগামী দিন গুলিতে আরো বড় করে দোয়ার আয়োজন করা হবে ইনশাল্লাহ, যারা এই উদ্যোগ গ্রহন করেছেন তাদের জন্য শুভকামনা সহ ধন্যবাদ জানান।
উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -ছাত্র, এলাকার মুরুব্বী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।