মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) ডি.এম.পি পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দীন মিয়ার নেতৃত্বে এস.আই মোঃ আলমগীর কবির ও এ.এস.আই মোঃ হায়দার আলী গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন এল মল্লিকের ১২নং পুরানা পল্টনস্থ বিল্ডিং এর সামনের রাস্তা থেকে মানুষকে অজ্ঞান করার কয়েকটি ছোট বইয়াম সহ ৫ জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করেছে। তাদের গ্রেফতারের সময় অজ্ঞাতনামা ২/৩ জন আসামী পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলো (১) এস, এম লিটন(৫০) (২) মোঃ মুকুল (৫৫) (৩) মোঃ রাশেদ(৫২) (৪) মোঃ শহিদুল্লাহ(৫১) (৫) মোঃ কবির আহাম্মদ (৪৫)। পল্টন মডেল থানার মামলা সূত্রে জানা যায় উল্লেখিত ব্যাক্তিগন ছোট ছোট বইয়ামে করে শক্তি-বর্ধক ও বাতনাষক হালুয়া বলিয়া ঢাকা মহানগরীর বিভিন্ন যাত্রীবাহী বাসে উঠিয়া ক্যানভাসার বেশে যাত্রীদেরকে কৌশলে চেতনা নাশক হালুয়া সেবন করাইয়া যাত্রীদের অজ্ঞান করতঃ যাত্রীদের টাকা, মোবাইল সেট ও স্বর্নালংকার লুণ্ঠন করিয়া পালিয়ে যেত। গ্রেফতারকৃত ১নং আসামী লিটন ক্যানভাস করিয়া হালুয়া বিক্রির সময় সংগীয় অন্যান্য আসামীরা যোগসাজসে যাত্রীবাহি বাসে থাকা বিভিন্ন যাত্রীদের পাশের সিটে বসিয়া যাত্রীদেরকে কৌশলে চেতনা নাষক হালুয়া সেবন করাইয়া যাত্রীদের অজ্ঞান করে তাদের টাকা, মোবাইল ও স্বর্নালংকার লুণ্ঠন করার কথা স্বীকার করে। ঢাকা মহানগরীতে রয়েছে তাদের সংঘবদ্ধ দল। এ ব্যাপারে থানায় মামলা নং ৩(১০)২০২১ইং ধারা ৩২৮/৫১১ পেনাল কোড দায়ের করা হয়েছে। এস.আই মোঃ আসাদুজ্জামান মামলাটির তদন্ত করছেন বলে থানার সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্নপদক পুরস্কার প্রাপ্ত কবি ও কলামিস্ট এবং সমাধান টিভি ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ) কে এক সাক্ষাতে জানান।
Related Articles
মুরাদনগরে চুরি হওয়া স্বর্ণালংকার ২৪ঘন্টার মধ্যে উদ্ধার, চক্রের নারী সদস্য আটক
মোঃ নজরুল ইসলাম,মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে জুয়েলারী দোকান থেকে চুরি হওয়া ৯ভরি স্বর্ণালংকার ২৪ঘন্টার মধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছে মুরাদনগর থানা পুলিশ। এসময় চুরির সাথে জড়িত এক নারী সদস্যকেও গ্রেফতার করা হয়। রবিবার ভোররাতে পার্শ্ববর্তী হোমনা উপজেলার গুনিয়ারচর গ্রাম থেকে স্বর্ণ উদ্ধার ও আসামীকে আটক করে পুলিশ। এসময় নগদ ৩লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার […]
পরকিয়ার বলি হল কুলিয়ারচরের কালাম।।
মোশারফ হোসেন শ্যামল,বিশেষ প্রতিনিধি : গত ১০ আগস্ট কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানাধীন ফরিদপুর ইউনিয়নের খাঁ বাড়ীর আবুল কালাম খাঁন (৩৮) নামে এক যুবককে রহস্যজনক কারনে হত্যা করা হয়েছে। হত্যার পর বেলাব থানার চর বেলাব গ্রামের কুলিয়ারচর যাওয়ার খেয়া ঘাটে কে বা কারা ফেলে রেখে চলে যায়। সকাল ৬.৩০ ঘটিকায় নিহত কালামের পরিবারবর্গ খবর পায়। পরে […]
বাজিতপুরে পিকআপ গাড়ি, ছোরা ও কাটারসহ আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
মো: আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার: বাজিতপুরে পিকআপ গাড়ি, ছোরা ও কাটারসহ মো. টিটু মিয়া ওরফে কালা ওরফে কাইল্লা (২৫) ও মো. মোশারফ হোসেন (২৭) নামে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার উজানচর মধ্যপাড়া গ্রামের একটি কলাবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাজিতপুর […]