কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু: ব্রাহ্মণবাড়য়িা জেলার আশুগঞ্জে ‘‘৭১ বাংলা’’ টিভির স্টিকার যুক্ত প্রাইভটেকার থেকে ৮৭ কাজিগাজা ও ০২ বোতল হুইস্কি ০২ জন সাংবাদিক পরিচয়ধারী মাদক ব্যবসায়ীকে আটক করছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প। র্যাব-১৪ আরো জানান এরই ধারাবাহীকতায় গোয়ন্দো নজরদারি করা হয় এবং বিশ্বস্ত সূত্রে মাধ্যমে জানতে পারে যে মুল ধারার বাইরে কতিপয় সাংবাদিক পরিচয়ধারী ব্যক্তি র্দীঘদিন যাবৎ সিলেট সীমান্ত এলাকা থেকে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলায় অবৈধ মাদকদ্রব্য নিয়মিত পাচার করছেন। উক্ত তথ্য সত্যতা যাচাই এর নিমিত্তে র্যাব গোয়ন্দো নজরদারী বৃদ্ধি করার পর,গতকাল আনুমানকি ২২.০০ ঘটিকায় বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে মূলধারার বাইরের টিভি চ্যানলেরে স্টিকার গাড়িতে লাগিয়ে গাঁজা মাদকদ্রব্য সিলেট সীমান্ত থেকে রাজধানী ঢাকায় যাওয়ার জন্য কতিপয় মাদক ব্যবসায়ী রওনা দিয়েছে। উক্ত সংবাদের উপর ভিত্তি করে ভৈরব ব্রিজএলাকায় তল্লাশি চৌকি স্থাপন করেন ।আনুমানকি রাত ২৩.৩০ ঘটিকার সময় ‘‘৭১ বাংলা’’ টিভি স্টিকার লাগানো প্রাইভটেকারে সাংবাদকি পরচিয়ধারী মোঃ আমিনুল ইসলাম বুলবুল(৩৭), মোঃ সোহান(২২), দ্বয়কে আটক করেন।এসময় ধৃত আসামীদ্বয়রে দখল হতে ৮৭ কেজি গাজা, ০২ বোতল হুইস্কি মাদক বক্রিয়রে নগদ ৩০০০/- টাকা ০১টি প্রাইভেটকার’সহ উদ্ধার করে জব্দ করা হয়। ধৃত আসামীদ্বয় র্দীঘ দিন যাবৎ অনুমোদনহীন টিভি চ্যানেলের সাংবাদিক পরিচয়ে এবং স্টিকার ব্যবহার করে হবগিঞ্জ জেলার সীমান্তর্বতী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ও হুইস্কি দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে র্মমে স্বীকার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রফেতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন- মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Related Articles
ভৈরবে জোয়া মাদকের গড ফাদার আজিজের খুটিঁর জোর কোথায়?
মোঃ ছাবির উদ্দিন রাজু বিশেষ প্রতিনিধিঃ ভৈরবে মাদক ও জোয়ার গড ফাদার আজিজের খুটিঁর জোর কোথায়? দীর্ঘদিন ধরে র্যাব- পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে গেলেও আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার না হওয়ায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। শিমুলকান্দি ইউনিয়নের বাগাাইকান্দি গ্রামের মাদক ব্যবসায়ী আজিজ এক সময় র্যাব ও পুলিশের সোর্স হিসেবে কাজ […]
পল্টনে ৫ অজ্ঞান পার্টির সদস্য গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) ডি.এম.পি পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দীন মিয়ার নেতৃত্বে এস.আই মোঃ আলমগীর কবির ও এ.এস.আই মোঃ হায়দার আলী গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন এল মল্লিকের ১২নং পুরানা পল্টনস্থ বিল্ডিং এর সামনের রাস্তা থেকে মানুষকে অজ্ঞান করার কয়েকটি ছোট বইয়াম সহ ৫ জন অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করেছে। তাদের গ্রেফতারের […]
ভৈরবে মাদক ও দেশীয় অস্ত্রসহ চারজনক আটক করছে র্যাব ।
মো: শাহনুর,ভৈরব প্রতিনিধি: মাদক ও দশীয় অস্ত্রসহ চার মাদক ব্যবসায়ীক আটক করছ র্যাব। আজ বুধবার সকাল ৬টার দিক গাপন সংবাদর ভিত্তিত ভরব র্যাব ক্যাম্পর ভারপ্রাপ্ত কাম্পানী অধিনায়ক সিনিয়র এডি চদন দবনাথর নতত্ব র্যাবর একটি টিম বি-বাড়িয়া সদর উপজলার তেলীনগর গ্রাম নানা শাহ্ মাজার সংলগ শামসু মিয়ার বাড়ীর সামন এ অভিযান চালায়। র্যাবর এ অভিযান ১৬০ […]