মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধিঃ আজ রোববার ২১ নভেম্বর কিশোরগঞ্জের ভৈরবে রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মে ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামী মহানগর প্রভাতী ট্রেনটি থামানোর সময় ট্রেনের সামনে থেকে ৩য় বগিথেকে পিছনের বগি গুলির সংযোগ ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন চট্রগাম গামী ট্রেনের যাত্রীদের। ভৈরব রেলওয়ে ষ্টেশন সুত্রে জানায়ায়, ১৮টি বগি নিয়ে মহানগর প্রভাতী ট্রেন ঢাকা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাত্রা করছিলো। ঢাক থেকে চট্রগাম গামী মহানগর প্রভাতি ট্রেনটি নিধারিত ৯ট ২০মিনিটে যাত্রা বিরতির সময় ভৈরব ষ্টেশনে থামানো সময় হঠাৎ বিকট শব্দে ইন্জিন থেকে ৩য় বগি থেকে পিছনের বগি গুলি সংযোগ ছিঁড়ে বিচ্ছিন হয়ে পড়ে। তখন রেলষ্টেশনে মেরামত করতে অনেক সময় লেগে যায়। নিধারিত সময়ের প্রায় ১ঘন্টা ৪০মিনিট পর যাত্রা বিল্মবে ট্রেনটি চট্রগ্রামে উদ্দেশ্য ভৈরব তেগ করে। এতে দুর্ভোগে পড়ে হয় চট্রগাম গামী ট্রেন যাত্রীদের। ভৈরব ষ্টেশন মাষ্টার মো: নূর-নবী জানান, চট্রগাম গামী মহানগর প্রভাতি ট্রেনটি নিধারিত সময়ে ৯ট ২০মিনিটে যাত্রা বিরতির সময় ভৈরব ষ্টেশনে থামানো সময় হঠাৎ বিকট শব্দে ইন্জিন থেকে ৩য় বগি থেকে পিছনের বগি গুলি সংযোগ ছিঁড়ে বিচ্ছিন হয়ে পড়ে। পড়ে ছিঁড়ে যাওয়া মেরামত শেষে ট্রেনের বগিটি আলাদা করে ভৈরবে থেকে ১১টা ১০মিনিটে ট্রেনটি চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে য়ায়,এতে কিছুটা যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
Related Articles
কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়নের ভৈরব শাখার শ্রমিক নেতাদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত
মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: গতকাল ১২ ফেব্রুয়ারী বাদ মাগরিব ভৈরব গোধূলি সিটি পাদুকা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে জেলার সভাপতি মোঃ ফয়জুল কবির এর সভাপতিত্বে কিশোরগঞ্জ জেলা পাদুকা শ্রমিক ইউনিয়নের ভৈরব উপজেলা শাখার নেতাদের সংবর্ধনা ও পাদুকা শ্রমিক নেতাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক ও […]
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় রতন মিয়া (৩৫) নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার প্রতিমাবংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রতন মিয়া জেলার বাসাইল উপজেলার করুটিয়া গ্রামের আমির আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সখীপুর-গোড়াই সড়কের প্রতিমাবংকী পুলিশ চেকপোস্টের সামনে ঢাকাগামী বাঁশভর্তি একটি ট্রাকের পিছনে টাঙ্গাইলগামী […]
মুরাদনগরে জমকালো আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মোঃ নজরুল ইসলাম মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি // ‘টেকসই আগামীর জন্য জেনডার সমতাই আজ অগ্রগণ্য’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে আন্তর্জাতিক নারী দিবসে এ গল্প শুনালেন তাছলিমা। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, […]