ভ্রাম্যমান প্রতিনিধি মোঃ ছাবির উদ্দিন রাজু: কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানাধীন নাগেরগ্রামে মুরগি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলার এজাহারভূক্ত প্রধান আসামী আঃ রহমান(৩৫) কে টাঙ্গাইল হতে গ্রেফতার করেছেন র্যাব-১৪, সিপিসি-৩, এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার নাগেরগ্রামের মুরগি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলার প্রধান আসামী টাঙ্গাইল জেলায় অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ১৬/১১/২০২১ খ্রিঃ তারিখ অনুমান ০৪.৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার সখিপুর থানাধীন জামতলা এলাকা হতে আসামী আঃ রহমান (৩৫), পিতা-ইসহাক, সাং-নাসেরগ্রাম, থানা-কটিয়াদি, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করা হয়। কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার মামলানং-০৩/২৭১, উক্ত গ্রেফতারকৃত আসামীকে গ্রেফতারী এজাহার মূলে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানায় হস্থান্তর করা হয়েছে।
Related Articles
পল্টনে লক্ষাধীক টাকার নেশার আইস ও ইয়াবা সহ ৪ জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্)ঃ ডি.এম.পি পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোঃ সালাহ উদ্দিন মিয়া, পি.পি.এম এর নেতৃত্বে এস.আই সুজন কুমার তালুকদার ও এ.এস.আই সঞ্জয় কুমার প্রমানিক থানাধীন ডি.আই.টি এক্সটেনশন রোড এলাকা থেকে তেজগাঁও থানার ৪৪/এ রেল কলনির মোঃ নুরু মিয়ার পুত্র আল আমিন (৩৮) কে ৫০ গ্রাম নেশা জাতীয় আইস (ক্রিস্টাল মেথ) ও […]
ভৈরবে বিশেষ অভিযানে ১৪জন গ্রেফতার ,৫ ছিনতাই কারীকে সাজা
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: ভৈরবে পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী,ছিনতাইকারী,অসামাজিক কাজে লিপ্ত এবং ওয়ারেন্টভূক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ । গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক মামলার আসামি চিহ্নিত ৫ ছিনতাইকারী প্রত্যেককে ৬ মাস করে সাজাঁ দিয়েছে ভ্র্যাম্যমান আদালত । সাজাপ্রাপ্তরা হলো সাবিবর ( ১৯),জাকারিয়া ( ১৮),রাসেল ( ১৮),ভূবন (২৪) ও মোস্তাকিম ( ১৯) । […]
ভৈরবে মাদকের অভিযোগে আওয়ামীলীগ ওর্য়াড সাধারণ সম্পাদক বহিষ্কার।
অাশরাফ আলী বাবু: ভৈরব উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া ও সাঃ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর সর্বসম্মতিক্রমে ভৈরব পৌর আওয়ামীলীগের ৭ নং ওয়ার্ডের সাঃ সম্পাদক মোঃ কামাল আহমদকে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাঃ সম্পাদক পদ হতে অব্যহতি প্রদান করা হয়।