মোঃ ছাবির উদ্দিন রাজু, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে প্রাইভেটকারে গাঁজা পাচারের সময় ২ মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব।
রোববার (৭ নভেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেট বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় ২৭ কেজি গাঁজা মাদক বহনের একটি প্রাইভেটকার মাদক বিক্রয়ের নগদ ৭ হাজার ৫’শ টাকা উদ্ধার ও জব্দ করে র্যাব।
আটককৃতরা হলো গাজীপুর জেলার মির্জাপুর থানার মোঃ লাবু মিয়ার পুত্র মোঃ মান্নান (২৮) এবং একই জেলার জোলারপাড় নতুন বাজার এলাকার আবুর হোসেনের পুত্র রেজাউল করিম (২৬)। আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে র্যাবের ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার (এ.এসপি) মোহাম্মদ আক্কাছ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়- দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে বিক্রয়ের জন্য নিয়ে আসত। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।