মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি: ভৈরব উপজেলায় নতুন ইউএনও মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ আজ বুধবার তার কর্মস্থলে যোগদান করেন। বিদায়ী ইউএনও লুবনা ফারজানা গতকাল মঙ্গলবার তার শেষ অফিস করেছিলেন। নবাগত ইউএনও শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এতদিন কর্মরত ছিলেন। সেই উপজেলা থেকে বদলী হয়ে ভৈরব উপজেলায় কাজে যোগদান করেন। আজ ২৬ অক্টোবর মঙ্গলবার তিনি ভৈরবে যোগদান করে দায়িত্ব বুঝে নেন।জানা গেছে মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ৩৩ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে প্রথমে জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ে কাজে যোগদান করেন। কিশোরগন্জের জেলা প্রশাসক মোঃ শামীম আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভৈরব উপজেলার নতুন ইউএনও সাদিকুর রহমান সবুজ, তারপর কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে বদলী হয়ে কর্মরত ছিলেন। এরপর ঢাকা বিভাগীয় প্রধান তথ্য কমিশনার এর একান্ত সচিব হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পরে নরসিংদি জেলার রায়পুরা উপজেলায় সহকারী কমিশনার ( ভূমি) হয়ে দায়িত্ব পালন শেষে প্রমোশন পেয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী হন। ডামুড্যা উপজেলায় কয়েক মাস দায়িত্ব পালন করার পর বর্তমানে ভৈরব বদলী হয়ে এসেছেন।নবযোগদানকৃত সাদিকুর রহমানের বাড়ী ব্রাক্ষণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার দুলারামপুর গ্রামে। তার পিতার নাম মোঃ হানিফ মিয়া এবং মাতা দেলোয়ারা বেগম। ঢাকা উত্তরা উদয়ন স্কুল থেকে তার শিক্ষা জীবন শুরু হয়। পরে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যান বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। তিন ভাইবোনের মধ্য তিনি সবার বড়। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রীসহ একটি শিশুপুত্র রয়েছে। তার বাবা একজন সরকারী কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। ভৈরবের মানুষ তিনজন মহিলা ইউএনও পর পেলেন একজন পুরুষ নির্বাহী কর্মকর্তা, উনার প্রতি ব্যাপক প্রত্যাশা ভৈরববাসীর,নতুন ইউএনওকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ভৈরব উপজেলা শাখার সভাপতি সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোঃ ছাবির উদ্দিন রাজু ও তার সকল সংগঠনের পক্ষ থেকে মানবিক কাজে বিশেষ অবদান রাখার প্রত্যাশা করে আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।
Related Articles
প্রশাসনের নাকের ডগায় লকডাউনের মধ্যেও মুরাদনগর কোম্পানীগঞ্জ বাজারের দোকান খোলা
মো: নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ করোনা ভাইরাস (ঈঙঠওউ-১৯) চীন ছাড়িয়ে বিশ্বের প্রায় সমগ্র দেশেই ছড়িয়ে পড়েছে করোনা আতঙ্ক। প্রাণঘাতী এই করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতে কম বেশী সব জায়গায়ই নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। গত মাসের শুরুতেই কুমিল্লায় করোনা আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার পর ১০ এপ্রিল পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসকের কার্যালয়। তার […]
স্তন ক্যানসার বিষয়ক আলোচনা সভা ও স্ক্রিনিং কর্মসূচী পালিত হয়।
মোশাররফ হোসেন শ্যামল (কিশোরগঞ্জ প্রতিনিধি) : নারীর সুস্থতা পরিবারের মূল কথা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে ভৈরবে স্তন ক্যান্সার বিষয়ক আলোচনা সভা ক্যান্সার সচেতনতা কর্মসূচীর আয়োজন করে কালিকাপ্রসাদ প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকা প্রসাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব লিটন মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: জান্নাতুন […]
কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করলেন জেলা প্রসাশক
মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর(কুমিল্লা),প্রতিনিধিঃ কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করে গন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জেলা কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক, করোনা ভাইরাস প্রতিরোধ সক্রান্ত জেলা কমিটির সভাপতি মোঃ আবুল ফজল মীর, কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ […]