আন্তর্জাতিক

ইরানে বাস-ট্যাংকারের সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী বাসের সঙ্গে তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। বুধবার ভোররাতে রাজধানী তেহরান থেকে প্রায় ৪০০ কিলোমিটার পশ্চিমে কুর্দিস্তান প্রদেশের সানানদাজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সানানদাজ শহরের কাছে মহাসড়কে বাস ও ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই যান দুটিতে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়।

বাসের দুই চালকের মধ্যে একজন বেঁচে গেছেন। তিনি জানিয়েছেন, বাসটি যাত্রী নেওয়ার জন্য থেমেছিল। এসময় ট্যাংকার হঠাৎ করেই আঘাত হানে।

পুলিশ জানিয়েছে, ট্যাংকারের নিয়ন্ত্রণ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছিল। এ কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দিয়েছিল।

এক কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনায় কমপক্ষে ৯জন আহত হয়েছে।

এ ঘটনায় কুর্দিস্তান প্রদেশে তিনদিনের গণশোক ঘোষণা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *