“মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্)” ডি.এম.পি. গোয়েন্দা (ডিবি) লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোঃ রাকিবুল হকের নেতৃত্বে এস. আই. মোঃ আব্দুল করিম, এ. এস. আই. মোঃ ফারুক আহাম্মদ, এ. এস. আই. মোঃ সাইফুল ইসলাম, এ. এস. আই. মোঃ তমিজুল হক সঙ্গীয় ফোর্সদের নিয়ে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ডি.এম.পি. বংশাল থানাধীন ৬৬ নং সৈয়দ নজরুল ইসলাম স্মরণীস্থ নর্থ সাউথ রোড এলাকা থেকে প্রথমে ১৫ হাজার ইয়াবা সহ মাসুদ রানা তালুকদার (৪০)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদে তাহার স্বীকারোক্তি ও তথ্যানুযায়ী মাসুদ রানার ভাড়া বাসা দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাজী সালেহ কমপ্লেক্স এর ৯ম তলার ফ্ল্যাট-৯/বি নং বাসার বেডরুম থেকে পলিপ্যাক করা ৪টি জিপারে ২৫টি প্যাকেটের প্রতি প্যাকেটে ২’শ করে ৫ হাজার এবং অপর একটি প্যাকেটে ১’শটির একটি প্যাকেট সহ সর্বমোট ২০ হাজার ১’শটি ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৬০ লাখ ৩০ হাজার টাকা। এ ব্যাপারে বংশাল থানায় মাসুদ রানা, পলাতক আরো ২ অভিযুক্ত হুমায়ুন (৩৬) ও মনির সাং এবং থানা অজ্ঞাত জেলা কক্সবাজার ব্যক্তিসহ ৩জনের বিরুদ্ধে বংশাল থানার মামলা নং- ৫৬ তারিখ- ২৮/১২/২০ইং দায়ের করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি টুয়েন্টি ফোর ডট কম এর সিনিয়র পরিচালক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরস্কারপ্রাপ্ত লেখক, কলামিষ্ট ও সিনিয়র সাংবাদিক মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।
Related Articles
‘দলকে শক্তিশালী ও জনপ্রিয়তা বৃদ্ধিতে কাজ করতে হবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে সংগঠন শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলের জনপ্রিয়তা বৃদ্ধিতে কাজ করে যাবার আহ্বান জানিয়ে বলেছেন, কেবল আওয়ামী লীগই পারে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করে বলেন, ‘আওয়ামী লীগই একমাত্র দল যারা জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে। কাজেই এই দলকে আরো […]
ভৈরবে ট্রেনে কাটা পরে ১ জনে মৃত্যু
ভৈরবে ট্রেনে কাটা পরে ১ জনে মৃত্যু প্রতিনিধি -জসিম উদ্দিন।। আজ১৮/০৭/১৯ ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা ট্রেন ৩.২০ মিনিটে ভৈরবে রেলওয়ে স্টেশন থামে ।ট্রেন ছাড়ার পর মহিলা চলন্ত ট্রেনে উঠার চেষ্টা করলে পা পিচলা ট্রেন ও ফ্লাটফরমের ফাকে পরে কাটাপরে ।তার ছেলের বন্ধুর কাছে জানা যায় মহিলাটির নাম জানু বেগম (৩৫) ,স্বামী মহেজ উদ্দিন বাড়ি […]
এবার হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন
সমাধান ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকালে পার্কিং-২ এর পাশে বাতিল করা মালামালের স্টোর রুমে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা […]