রাজনীতি

বিএনপির প্রতিবাদ কর্মসূচি শনিবার

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে দলটির পূর্বনির্ধারিত প্রতিবাদ সমাবেশের সময় পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচি হওয়ার কথা থাকলেও, সেটি স্থগিত করা হয়েছে। নতুন কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার কর্মসূচিটি পালন করবেন দলটির নেতা-কর্মীরা।

আর একই দাবিতে দলটির প্রতিবাদ কর্মসূচি অনশন কর্মসূচি আগামী সোমবার পালিত হবে।

বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নি:শর্ত মুক্তির দাবিতে দলের উদ্যোগে আজকের প্রতিবাদ সমাবেশটি আগামী ৭ জুলাই শনিবার বেলা ২টায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।

একই দাবিতে আগামী ৯ জুলাই সোমবার ঢাকাসহ সারা দেশে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে। প্রতীকী অনশন কর্মসূচিটি ঐদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

রিজভী জানান, ইতিমধ্যে ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-রমনায় এবং ঢাকা মহানগর নাট্যমঞ্চে প্রতীকী অনশন কর্মসূচি পালনের জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। ঢাকায় এই দুই স্থানের মধ্যে যেকোনো একটিতে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *