জয়নাল আবেদীন রিটন:
কিশোরগঞ্জের ভৈরবে ২০২০-২১ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধিরও লক্ষ্যে প্রণোদনা কমসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা চত্ত্বরে সার বীজ ও ছাগল বিতরণ করা হয়। উপজেলা নিবাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে মাসকলাই বীজ সার ও ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সায়দুল্লাহ মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভ’মি) হিমাদ্রী খিসা, উপজেলা কৃষি কর্মকর্তা মো ঃ আলম শরীফ খাঁন। একশত কৃষকের হাতে পাচ কেজি করে মাসকলাই বীজ দশকেজি করে ডিওপি সার ও পাচ কেজি করে এমওপি সার তুলে দেয়া হয়। ইউনিয়নের ১৭ জন দুস্থ অসহায়কে একটি করে ছাগল দেন।